![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 16 Extension: সময় বাড়ছে 'বিগ বস ১৬'-এর, কতদিন পর্যন্ত চলবে চলতি সিজন?
Bigg Boss 16 Updates: 'বিগ বস'-এর দর্শকদের জন্য সুখবর। এই রিয়েলিটি শোয়ের সময় বাড়তে চলেছে। সূত্রের খবর এমনটাই।
![Bigg Boss 16 Extension: সময় বাড়ছে 'বিগ বস ১৬'-এর, কতদিন পর্যন্ত চলবে চলতি সিজন? Bigg Boss 16 to Get Extended Till February 2023 Check Out Bigg Boss Inside Details Bigg Boss 16 Extension: সময় বাড়ছে 'বিগ বস ১৬'-এর, কতদিন পর্যন্ত চলবে চলতি সিজন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/18/3ffe7b7acec18014cf21236e1a5d5ea81671370444926214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রায় দু দশক ধরে ছোট পর্দায় রাজত্ব চালাচ্ছে 'বিগ বস' (Bigg Boss)। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের (Bigg Boss 16) দর্শকের সংখ্যাও নজরকাড়া। বহু মানুষ প্রতিদিন এই শো দেখার জন্য অপেক্ষা করে থাকেন। ছোট থেকে বড় পর্দার তারকারা প্রতিযোগী হয়ে আসেন এই শোয়ে। আবার কখনও কখনও সাধারণ মানুষকেও দেখা গিয়েছে প্রতিযোগী হিসেবে। অন্যান্য সিজনগুলির মতোই 'বিগ বস ১৬'তে প্রতিযোগীদের নানা রূপ দেখা যাচ্ছে। কখনও তাঁরা একে অপরের সঙ্গে ঝগড়া করছেন। কখনও ভালোবাসা দেখা যাচ্ছে। নতুন সম্পর্ক দানা বাঁধছে তো কোনও সম্পর্ক ভেঙে যাচ্ছে। 'বিগ বস'-এর দর্শকদের জন্য সুখবর। এই রিয়েলিটি শোয়ের সময় বাড়তে চলেছে। সূত্রের খবর এমনটাই।
">
কতদিন পর্যন্ত চলবে 'বিগ বস ১৬'?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'বিগ বস' ইতিমধ্যেই ঘরে থাকা প্রতিযোগীদের কাছে ঘোষণা করে দিয়েছে যে, আরও দু মাস এই শো চলবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শো। দর্শকদের চাহিদা অনুযায়ীই গত সিজনও দু সপ্তাহ বাড়ানো হয়েছিল। আর চলতি সিজন বাড়তে চলেছে দুটো মাস। 'বিগ বস'-এর এই ঘোষণায় দারুণ খুশি তাদের দর্শকেরা।
">
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)