Bigg Boss OTT 2: 'বিগ বস' থেকে বাদ পড়ে পূজা ভট্টের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ আলিয়ার, বললেন সলমন 'পক্ষপাতদুষ্ট'
Aaliya Siddiqui: সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আলিয়া সিদ্দিকি বলেন পূজা ভট্ট ও তাঁর দল নেতিবাচক। তিনি বলেন, 'ওঁরা কোনও কিছুতেই ভাল দেখতে পান না। পূজা জি জীবনে এতকিছু জয় করেছেন কিন্তু...'।
নয়াদিল্লি: প্রথমে ব্যক্তিগত জীবনের জন্য, তারপর 'বিগ বস'-এর (Bigg Boss OTT 2) সৌজন্যে শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিচ্ছিন্না স্ত্রী আলিয়া সিদ্দিকি (Nawazuddin Siddiqui’s estranged wife Aaliya Siddiqui)। 'বিগ বস ওটিটি ২'-এর অন্যতম প্রতিযোগী ছিলেন আলিয়া। কিন্তু সপ্তাহের মাঝে গতকাল 'মিড উইক এভিকশন'-এ (midweek eviction) শো থেকে বেরিয়ে যান তিনি। জিয়া শঙ্করের সঙ্গে তিনি এলিমিনেশনের জন্য মনোনীত হন, এবং কম ভোট পাওয়ায় শো ছাড়তে হয় তাঁকে। শো থেকে বেরিয়ে গিয়ে কার ওপর দোষ চাপালেন আলিয়া?
কার দোষে 'বিগ বস' থেকে বের হতে হল আলিয়াকে?
মঙ্গলবার শো থেকে বেরিয়ে গিয়ে আলিয়া সে দায় চাপালেন পূজা ভট্টের ওপর। তাঁর দাবি আলিয়ার বিরুদ্ধে 'বিগ বস' হাউজে নেতিবাচক কথা ছড়িয়েছিলেন পূজাই। অন্যদিকে তিনি সলমন খানকেও 'পক্ষপাতদুষ্ট' বলেছেন কারণ অনুষ্ঠানে নওয়াজের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কথা বলায় সলমন তিরস্কার করেন আলিয়াকে।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আলিয়া সিদ্দিকি বলেন পূজা ভট্ট ও তাঁর দল নেতিবাচক। তিনি বলেন, 'ওঁরা কোনও কিছুতেই ভাল দেখতে পান না। পূজা জি জীবনে এতকিছু জয় করেছেন কিন্তু তাও তিনি ভীষণ তেতো এবং নেতিবাচক অন্যদের ব্যাপারে। উনি বারবার আমাকে আক্রমণ করে বলতেন যে আমি আমার একটা দিক লুকিয়ে রাখতে চাইছি। কিন্তু আসলে আমি একটু চাপা স্বভাবের, আমার সকলের সঙ্গে প্রাণ খুলে মিশতে সময় লাগে। আমি ওঁদের মতো ক্যামেরার সামনে ঝগড়া করতে পারি না বা কারও সম্পর্কে খারাপ বলতে পারি না। আমি সত্যিই জানি না আমার সঙ্গে ওঁর কীসের শত্রুতা ছিল। আমার যথেষ্ট ক্ষমতা ছিল তাই ওঁর বিরুদ্ধে কথা বলি ও যখন প্রয়োজন ছিল ওঁকে মনোনীতও করি। সত্যি কথা বলতে ওই বাড়িতে যা কিছু ভুল, বিশেষত সমস্ত নেতিবাচকতা ছিল ওঁর জন্যই। ওই দলের নেত্রী উনি এবং সবার আগে ওঁকে শো থেকে সরানো প্রয়োজন।' আলিয়ার অভিযোগ, নিজের জীবনে অনেকটা এগিয়ে যাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে বারবার বাবা মহেশ ভট্টের নাম উল্লেখ করেন পূজা। তাঁর অভিযোগ, 'বিগ বস'ও পূজার পক্ষে রয়েছে।
আলিয়ার নিশানায় অভিনেতা ও 'বিগ বস ওটিটি' সঞ্চালক সলমন খানও। তাঁর কথায় সলমন খানও খানিক 'পক্ষপাতদুষ্ট' বলে মনে হয়। আলিয়ার ব্যক্তিগত জীবন ও নওয়াজের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় তাঁকে তিরস্কার করেন সলমন, তাই এমন ভাবনা তাঁর। কারণ সলমন খানের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি 'বজরঙ্গী ভাইজান' ছবিতে কাজ করেছেন।
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
সলমন খান প্রসঙ্গে তিনি বলেন, 'সলমন জি একেবারে পক্ষ নিয়ে বলেন। ওখানে আসলে এক তারকা অপর তারকার পক্ষ নিয়েছেন। এতেই বোঝা যায় কীভাবে একজন নিজের ক্ষমতা অন্যের বিরুদ্ধে ব্যবহার করে। আমি এটা বলতে ভয় পাই না কারণ আমি জানি আমি ভুল নই। ওই অনুষ্ঠানে সকলেই নিজের অতীত, নিজের জীবন নিয়ে কথা বলেন। পূজা জি বলেছেন, ফলক নাজ নিজের ভাই ও জেলে থাকার সময়ের কথা বলেছেন। আমার সঙ্গে অভিষেক মলহানের বন্ধুত্ব হয়েছিল এবং ও আমার সম্পর্কে জানতে চেয়েছিল। আমি কখনও কারও সম্পর্কে খারাপ কিছু বলিনি।'
আলিয়া এও বলেন যে তিনি 'বিগ বস হাউজ'-এ থাকাকালীন প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন এবং ওই বাড়িতে থেকে মানুষের মানসিকতা সম্পর্কে অনেক কিছু শিখেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন