Bollywood News: ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ছাওয়া’র মতো ছবি কখনওই করব না: জন অ্যাব্রাহাম
John Abraham: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান জানালেন অকপটেই।

নয়াদিল্লি: সমাজের উপরতলার মানুষদের সঙ্গে ওঠাবসা। চারপাশে কী ঘটছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেব্যাপারে ভালই ওয়াকিবহাল। তাই রাজনীতি, সামাজিক রীতি-নীতি নিয়ে মন্তব্য করা থেকে আজকাল বিরত থাকেন তাবড় তারকা। কিন্তু ইঁদুর দৌড়ে শামিল না হয়েও, বাকিদের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান জানালেন অকপটেই। (John Abraham)
কেরিয়ার শুরু করেছিলেন তরুণ বয়সে। এখন বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। কিন্তু বরাবরের মতোই ছবি বাছাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী জন। ১৪ অগাস্ট OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘তেহরান’। সেই নিয়ে কথা বলতে গিয়েই ‘জাতীয়বাদী ছবির হিড়িক’ নিয়ে মুখ খুললেন তিনি। কেন স্রোতে গা ভাসাতে নারাজ তিনি, তাও খোলসা করলেন জন। (Bollywood News)
গত দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জন। ছবির প্রচার ছাড়া জনসমক্ষেও আসেন না সেভাবে। ‘তেহরানে’র প্রচারে এই মুহূর্তে ব্যস্ত তিনি। আর সেই উপলক্ষেই একটি সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক এবং সামাজিক অবস্থান বুঝিয়ে দিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন জন। রাজনৈতিক ভাবে উত্তেজনা সৃষ্টিকারী, মেরুকরণের বিতর্ক উস্কে দেওয়া যে ছবিগুলি বক্স অফিসে বিপুল ব্যবসা করছে, তেমন ছবিতে তাঁকে দেখা যায় না কেন, প্রশ্ন করা হয় অভিনেতাকে।
উত্তর দিতে গিয়ে একটুও ইতস্তত করেননি জন। বরং তাঁকে বলতে শোনা যায়, “সেন্সরশিপের প্রয়োজন রয়েছে, কিন্তু যেভাবে তদারকি হচ্ছে…অবশ্যই প্রশ্নের অবকাশ রয়েছে। আমরা যদিও ভাল আচরণই পেয়েছি। কিন্তু আমার ছবির ক্ষেত্রে দায়িত্বও আমারই। আমি না দক্ষিণপন্থী, না বামপন্থী। আমি অরাজনৈতিক। আমাকে যেটা ভাবায়, তা হল, দক্ষিণপন্থী ছবির দর্শক উপচে পড়ছে। এর ফলে চিত্রনির্মাতা হিসেবে নিজেকেই প্রশ্ন করতে হয়, কোন লাইনে চলব। বাণিজ্যক সিদ্ধান্ত নেব, না কি যা বলতে চাই, সেটাই বলব? আমি শেষেরটি বেছে নিয়েছি।”
সাম্প্রতিক কালে বক্সঅফিসে বিপুল সাফল্য পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ছাওয়া’র মতো ছবি। যদিও ছবিতে যে তথ্য় পেশ করা হয়েছে, তার সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। একটি রাজনৈতিক দলকে তুষ্ট করতেই বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে বলে উঠেছে অভিযোগও। কিন্তু যে পরিমাণ সাফল্য পেয়েছে ওই ছবিগুলি, তাতেও কি ওই ধরনের ছবিতে অভিনয় করার সুযোগ ছেড়ে দেবেন তিনি? উত্তরে জন বলেন, “আমি ‘ছাওয়া’ দেখিনি। জানি মানুষ ছবিটিকে পছন্দ করেছেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মানুষ। কিন্তু অতিরাজনৈতিক পরিবেশে মানুষকে প্রভাবিত করতে যখন কোনও ছবি তৈরি করা হয়, সেই ছবি কিছু দর্শক পায়। আমি এটাতে ভয় পাই। ওই ধরনের ছবি তৈরির তাগিদ অনুভব করিনি কখনও, কখনও ওই ধরনের ছবি করবও না।”
ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ বক্সঅফিসে ৮০০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু বক্সঅফিসে সাফল্য পেলেও, ছবিটির গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। একই কথা প্রযোজ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ক্ষেত্রেও। ছবিটির জাতীয় পুরস্কার পাওয়া নিয়েও বিতর্ক রয়েছে। জন পরিষ্কার জানিয়েছেন, ওই ধরনের ছবিতে কখনও অভিনয় করবেন না তিনি।






















