Nawazuddin Siddiqui: নিজের ভাইয়ের বিরুদ্ধেই মানহানি মামলা, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন নওয়াজ
Bollywood Updates: সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে অবমাননামূলক মন্তব্য়ের জন্য ভাই শামসউদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নওয়াজউদ্দিন।
![Nawazuddin Siddiqui: নিজের ভাইয়ের বিরুদ্ধেই মানহানি মামলা, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন নওয়াজ Bollywood Actor Nawazuddin Siddiqui demand RS 10 crore compensation from brother in defamation case Nawazuddin Siddiqui: নিজের ভাইয়ের বিরুদ্ধেই মানহানি মামলা, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন নওয়াজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/11dfbc5419c6fb265edb70aa5ca1b36c1681351958387338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: খ্যাতির সঙ্গে কপালে জোটে বিড়ম্বনাও। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) তার নবতম উদাহরণ। ইন্ডাস্ট্রির অন্দরের নয়, ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্যই বর্তমানে খবরের শিরোনামে তিনি। তবে তাতে ইতি পড়ার কোনও ইঙ্গিত মিলছে না এখনও পর্যন্ত। কারণ এ বার নিজের ভাইয়ের বিরুদ্ধেই ১০০ কোটি টাকার মানহানি (Defamation Case) মামলা করলেন নওয়াজউদ্দিন (Bollywood Updates)।
ভাই শামসউদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা
সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে অবমাননামূলক মন্তব্য়ের জন্য ভাই শামসউদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নওয়াজউদ্দিন। ক্ষতিপূরণ বাবদ দাবি করেছেন ১০০ কোটি টাকার। বম্বে হাইকোর্টে বুধবার সেই মামলার শুনানি ছিল। আদালত দুই ভাইকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বললেও, নিজের অবস্থানে অনড় নওয়াজউদ্দিন।
তাতে বম্বে হাইকোর্ট দু’জনকেই সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে, নওয়াজউদ্দিন এবং শামসউদ্দিন, দু’জনের কেউই সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে কিছু লিখতে পারবেন না। আগামী ৩ মে ফের মামলার শুনানি রয়েছে। তার জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে দু’জনে। পারস্পরিক সম্মতিতে বিষয়টি মিটিয়ে নিতে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: Sanjay Dutt: শ্যুটিং সেটে বিস্ফোরণ! গুরুতর আহত সঞ্জয় দত্ত
নওয়াজউদ্দিনের দায়ের করা মানহানি মামলায় প্রাক্তন স্ত্রী আলিয়ার নামও রেখেছিলেন নওয়াজউদ্দিন। কিন্তু বুধবার আদালতে তাঁর আইনজীবী জানান, আলাপ আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে নিতে চান নওয়াজউদ্দিন এবং জায়নাব। তাই আলিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে আর এগোতে চান না অভিনেতা।
প্রাক্তনের সঙ্গে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছিল
সূত্রের খবর, দুই সন্তানকে নিয়ে নওয়াজউদ্দিন এবং তাঁর প্রাক্তনের মধ্যে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছিল। তাঁদের মাঝে পড়ে ছেলেমেয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছিলেন নওয়াজউদ্দিন। দুবাইয়ে ছেলেমেয়েদের পড়াশোনার উপর জোর দেন। দাবি করেন, তাঁকে হেনস্থা করতে দুবাইয়ের স্কুল থেকে সন্তানদের ছাড়িয়ে নিয়ে চলে এসেছেন প্রাক্তন স্ত্রী। দুই সন্তান কোথায় রয়েছে, তা-ও তাঁকে জানানো হচ্ছে না বলে দাবি করেন নওয়াজ। তবে আপাতত পারস্পরিক সম্মতিতে নওয়াজ এবং তাঁর প্রাক্তন স্ত্রী সমস্যা মিটিয়ে নিতে আগ্রহী বলে জানা গিয়েছে।
অভিনেতা হিসেবে নওয়াজউদ্দিনের প্রতিভা নিয়ে প্রশ্নের কোনও জায়গা নেই। কিন্তু ব্য়ক্তিগত জীবনে বিস্তর ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়েও বিস্তর বিতর্ক হয়। পরস্পরের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলেন তাঁরা। আলিয়া জানান, শাশুড়ি তাঁকে হেনস্থা করতেন। মুম্বইয়ে নওয়াজউদ্দিনের বাড়িতে ঢোকার অনুমতি ছিল না তাঁর। অন্য দিকে, নওয়াজউদ্দিন অভিযোগ করেন যে, তাঁর কাছ থেকে শুধুমাত্র টাকা চান আলিয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)