Bollywood News: আমিশা, সলমন, রীতেশ, সোনাক্ষী, বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি রয়েছে কাদের?
Bollywood Unknown Stories: কেবল আমিশা নন, একাধিক বলিউড ও অভিনেত্রী মেনে চলেন বড়পর্দায় এই 'নো কিসিং পলিসি' বা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত।
কলকাতা: 'গদর ২' (Gadar 2)-এর সাফল্যের পরে এখন চর্চায় অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরে যেন ম্যাজিক দেখালেন আমিশা ও সানি দেওল (Sunny Deol)- এর জুটি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিশা জানিয়েছিলেন, তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নন। এই কারণেই নাকি একাধিক ছবি বাতিল করেছেন তিনি। কিন্তু জানেন কী, কেবল আমিশা নন, একাধিক বলিউড ও অভিনেত্রী মেনে চলেন বড়পর্দায় এই 'নো কিসিং পলিসি' বা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত।
আমিশা পটেল
সে সলমন খানের সঙ্গে হোক বা সানি দেওলের সঙ্গে... পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ আমিশা। এই শর্ত মেনেই তিনি একাধিক ছবিও বাতিল করেছেন। তবে আমিশা পটেল জানিয়েছেন, বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বচ্ছন্দ্য নন তিনি। তবে চিত্রনাট্যের প্রয়োজনে এই শর্ত কয়েকবার ভেঙেছেন নায়িকা। তবে তিনি মনে করেন, সবকিছুতে একটা সীমাবদ্ধতা থাকা উচিত।
সানি দেওল
পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছে স্বচ্ছন্দ্য নন সানি দেওলও। যদিও তিনি চিত্রনাট্যের প্রয়োজনে উর্বশী রাউতেলা ও আমিশা পটেলকে চুম্বন করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনেই নিজের নিয়ম ভেঙেছিলেন তিনি। তবে বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ তিনি।
সলমন খান
বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান না সলমন খান। যদিও, দিশা পাটনির সঙ্গে বড়পর্দায় চুম্বন করেছেন তিনি। তবে সলমন মনে করেন, বিনোদনের ছবি এমনই হওয়া উচিত, যেটা সবাই বড়পর্দায় একসঙ্গে বসে দেখতে পারে।
রীতেশ দেশমুখ
অভিনেতা রীতেশ দেশমুখ মনে করেন, চুম্বন একটা আবেগ। সেটা বন্ধ দরজার আড়ালেই থাকা ভাল। বড়পর্দায় কখনোই সেই আবেগ ফুটিয়ে তোলা সম্ভব না, উচিতও নয়। সেই কারণেই, বড়পর্দায় কখনও চুম্বন করেন না রীতেশ।
সোনাক্ষী সিংহ
তাঁর প্রথম ছবি 'লুটেরা'-তে রণবীর সিংহকে চুম্বন করেছিলেন তিনি। 'হলিডে' ছবিতেও অক্ষয় কুমারের সঙ্গে চুম্বন করেছিলেন সোনাক্ষী সিংহ। তবে তিনি অনস্ক্রিন চুম্বনে স্বাভাবিক ও স্বচ্ছন্দ্য নন তিনি, একথা বারে বারে বলেছেন তিনি। চিত্রনাট্য বাছার সময়ও একথা মাথায় রাখেন তিনি।
তমন্না ভাটিয়া
দীর্ঘদিন বড়পর্দায় কাজ করার পরেও চুম্বন করেননি তমন্না ভাটিয়া। তবে সদ্য প্রকাশিত 'লাস্ট স্টোরিজ ২'-তে বিজয় বর্মা। সেই সিরিজের সৌজন্যেই প্রথম বিজয় বর্মাকে চুম্বন করেন তিনি। বর্তমানে, বিজয়ের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি।
শাহরুখ খান
তিনি কিং খান, রোম্যান্সের রাজা। তবে বড়পর্দায় কখনও ঘনিষ্ঠ চুম্বন করেননি তিনি। কিন্তু 'যব তক হ্যায় জান' ছবিতে প্রথমবার ক্যাটরিনা কইফকে চুম্বন করেছিলেন শাহরুখ খান।
শিল্পা শেট্টি কুন্দ্রা
Richard Gere-র চুম্বন বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। তারপর থেকেই নাকি বড়পর্দায় চুম্বন থেকে শতহস্ত দূরে শিল্পা শেট্টি। চিত্রনাট্য চুম্বন থাকলে সেই ছবিতে 'না' বলে দেন তিনি।
ঐশ্বর্য্য রাই বচ্চন
বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ্য নন বলিসুন্দরী ঐশ্বর্য্য রাই বচ্চনও। তবে ধুম ও অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে এই নিয়ম ভেঙেছেন তিনি।
কঙ্গনা রানাউত
বড়পর্দায় চুম্বনে ছুৎমার্গ রয়েছে কঙ্গনা রানাউতের। তাঁর শর্ত, একমাত্র চিত্রনাট্যের প্রয়োজনেই ঘনিষ্ঠ হতে রাজি তিনি, অনর্থকভাবে নয়। এই শর্তের কারণেই 'দ্য ডার্টি পিকচার' ছবিটির অফার ফিরিয়েছিলেন কঙ্গনা।