‘Brahmastra' Box Office Collection Day 4: চতুর্থ দিনেও পরীক্ষায় পাস, 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ
‘Brahmastra' Box Office Collection: পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।
নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র'-এর (Brahmastra) হাত ধরে ফের লক্ষ্মীলাভ বলিউডের। বক্স অফিসে বাঁধ ভেঙেছে এই ছবি। দেশজুড়ে সপ্তাহান্তে ১২১ কোটি টাকার ব্যবসা করার পর চতুর্থ দিন অর্থাৎ সোমবারও এই ছবি পেল 'ফুল মার্কস'। চতুর্থ দিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন
চতুর্থ দিন অর্থাৎ সোমবার, 'ব্রহ্মাস্ত্র' দেশজুড়ে ১৬.২৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর সূত্রের। তার মধ্যে হিন্দি বাজার থেকে ১৪.২৫ কোটি টাকা এবং বাকি ভাষা থেকে ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বাজারে ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।
View this post on Instagram
সোমবার, 'ধর্মা প্রোডাকশন'-এর তরফে জানানো হয়েছে সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এই সপ্তাহান্তে 'ব্রহ্মাস্ত্র' গ্লোবাল বক্স অফিসের তালিকায় শীর্ষে ছিল। এই প্রথম কোনও বলিউড ছবি তালিকায় প্রথম স্থান নিল। ভারতীয় ছবি হিসেবে 'ব্রহ্মাস্ত্র' তৃতীয়, এর আগে তালিকার শীর্ষে পৌঁছেছিল 'মাস্টার' ও 'আরআরআর'। প্রত্যেকটিই গত দুই বছরে পরপর তালিকার ১ নম্বরে স্থান পেল। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' প্রথম এশিয়ান সিনেমা যা গোটা বিশ্বের বক্স অফিস চার্টেরও শীর্ষে পৌঁছেছে।
আরও পড়ুন: 'Brahmastra': 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের মজার অনুকরণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও