Bratya Basu's Dictionary: গোয়া চলচ্চিত্র উৎসবে বাদ ব্রাত্যর 'ডিকশনারি', 'দিল্লির কর্তা'দের নির্দেশেই সিদ্ধান্ত?
Bratya Basu Movie Update: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। যদিও এটি উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলে দাবি করেছেন খোদ ব্রাত্য বসু।
কলকাতা: বাছাই হওয়ার পরও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। পরিচালকের দাবি, 'নাম বিভ্রাট'-এর কারণ দেখিয়ে সিনেমা বাদ দেওয়া হয়েছে। ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি' বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
আজ সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু জানান, তাঁর সিনেমা 'ডিকশনারি' বাদ দেওয়া হয়েছে গোয়া চলচ্চিত্র উৎসব থেকে। তিনি বলেন, 'ইমেলে নামের ভুল বানানের কারণ দেখিয়ে সিনেমা বাদ দেওয়া হয়েছে। প্রযোজককে ডিকশনারি বাদে অন্য সিনেমা পাঠাতে বলা হয়। ' ব্রাত্য বসুর দাবি, ওয়েবসাইটে নামের বানান ঠিকই লেখা আছে। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি ব্রাত্য বসুর। তাঁর ধারণা সিনেমা নির্বাচিত হয়ে যাওয়ার পর নিশ্চয়ই ব্রাত্য বসুর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে চলচ্চিত্র উৎসবে কর্মকর্তারা। এরপর 'দিল্লির কর্তা'দের নির্দেশেই তাঁর ছবি বাদ পড়েছে বলে দাবি ব্রাত্য বসুর।
৫ নভেম্বর প্যানোরমার তরফে ২০২১-এর ফিচার ফিল্ম ক্যাটেগরিতে নির্বাচিত ২৫টি ছবির তালিকা ঘোষিত হয়। এগুলির মধ্যে পাঁচটি বাংলা ছায়াছবি। সেখানে পঞ্চম চলচ্চিত্রের নাম ছিল ব্রাত্য বসুর 'ডিকশনারি'। ব্রাত্য বসু এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'এরপর ফের একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয় যেখানে ছবির সংখ্যা ২৫ থেকে কমে ২৪ হয়ে যায়। দেখা যায় একটিমাত্র বাংলা ছবি বাদ গেছে, 'ডিকশনারি'।' কারণ হিসেবে জানানো হয় ইমেলে, পরিচালকের নামের বানান ভুল লেখা রয়েছে। ফলে সেটিকে 'বড় ভুল' হিসেবে দেখিয়ে ছবির মনোনয়ন বাতিল করা হয়েছে। ব্রাত্য বসুর আরও দাবি, 'এরপর মনোনয়নের নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ায় আমার প্রযোজককে বলা হয় যেকোনও ছবি পাঠান, কিন্তু ডিকশনারি নয়।'
ব্রাত্য বসুর দাবি, ছবিটি বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। 'জুরিরা ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। এটি আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত একটি ছবি। করোনাকালের পর মুক্তি পাওয়া এটি প্রথম বাংলা ছবি। সেই সময়েও এই ছবিটি হাউজফুল ছিল। স্ক্রিনিংয়ের সময় ওঁরা সম্ভবত বুঝতে পারেননি। কিন্তু ছবিটি নির্বাচিত হওয়ার পর কোনওভাবে তাঁদের কাছে খবর যায়, আমার রাজনৈতিক পরিচয়ের কথা ওঠে। ফলত ছবিটি বাদ দেওয়া হচ্ছে।'
আরও পড়ুন: Anupam-Piya Divorce: বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন অনুপম রায়
গোটা ঘটনায় বিজেপির ওপর ক্ষোভ উগরে তিনি বলেন, 'আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বিজেপি বিরোধীতা অব্যাহত থাকবে। তার জন্য ওরা আমার ছবি বাদ দিতে চাইলে বাদ দিক।'
বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প অবলম্বনে তৈরি ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’। বুদ্ধদেব গুহর ‘স্বামী হওয়া’ গল্পে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও নুসরত জাহান। ‘বাবা হওয়া’ গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম।