Bunty Aur Babli 2 Release: এবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেল 'বান্টি অউর বাবলি টু'! কোন ওটিটিতে পাবেন দেখতে?
সিনেপ্রেমীদের জন্য় সুখবর। ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেল সেফ-রানি অভিনীত ছবি 'বান্টি অউর বাবলি টু'।
কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর বড়পর্দায় মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মসের ছবি 'বান্টি অউর বাবলি টু' (Bunty Aur Babli 2)। অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় অভিনীত 'বান্টি অউর বাবলি' ছবির সিক্যুয়েল এই ছবিতে অভিনয় করেছেন 'হম তুম' জুটি সেফ-রানি। এবার সিনেপ্রেমী দর্শকের জন্য় টিম 'বান্টি অউর বাবলি টু' নিয়ে এল নয়া খবর। ছবিটি এখন থেকে দর্শক দেখতে পাবেন অ্য়ামাজন প্রাইমে।
'বান্টি অউর বাবলি টু' ছবি দিয়ে বারো বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়। সঙ্গে দেখা গিয়েছে আরও দুই অভিনেতাকে। 'গাল্লি বয়' অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন নবাগতা শর্বরী ওয়াঘ।
'বান্টি অউর বাবলি টু'র পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে ছিল পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'ও। দীপাবলিতে মুক্তি পায় সেই ছবি। মুখ্য চরিত্রে দর্শক পেয়েছে জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেগন এবং রণবীর সিংহকে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের মাল্টিস্টারার ছবি সিনেমাহলে মুক্তি পেতেই লাভের মুখ দেখেছে। বক্স অফিসে শুরু থেকেই দারুণ ব্যবসা করেছে 'সূর্যবংশী'। পৌঁছেও গিয়েছিল ২০০ কোটির ক্লাবেও । কিন্তু শুরু থেকেই তেমন ব্যবসা করতে পারেনি 'বান্টি অউর বাবলি টু'।
সূত্রের খবর, ২০০৫ সালে মুক্তি পাওয়া 'বান্টি অউর বাবলি' ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়। সেই ছবিও প্রথম সপ্তাহের শেষে ব্যবসা করেছিল ৮.৭৫ কোটি টাকার। ওয়েব প্ল্য়াটফর্ম অ্য়ামাজন প্রাইমে মুক্তির পর এই ছবি দর্শকের মন জয় করতে পারে কিনা এখন অপেক্ষা সেটাই দেখার।
আরও পড়ুন...অভিনয় নয়! পেশা পরিবর্তন করে ঋত্বিক চক্রবর্তী এখন সিরিয়াল কিলার বিশেষজ্ঞ
হিয়া-অয়নের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও 'তোকে পাবো বলে'