এক্সপ্লোর
Advertisement
জোর করে দেশপ্রেম চাপিয়ে দেওয়া যায় না, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বিতর্কে মন্তব্য বিদ্যার
নয়াদিল্লি: সিনেমা হলে জাতীয় সঙ্গীত বিতর্কে নিজের মতামত জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। তিনি বলেছেন, জোর করে দেশপ্রেম চাপিয়ে দেওয়া যায় না। একটি অনুষ্ঠানে 'কহানি' অভিনেত্রী বলেছেন, সিনেমার আগে জাতীয় সঙ্গীত চালানো উচিত বলে তিনি মনে করেন না। স্কুলে পঠনপাঠন শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। কিন্তু সিনেমা হল তো স্কুল নয়।
কাজেই কোনও সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা উচিত নয় বলেই মনে করেন বিদ্যা। এভাবে জোর করে দেশপ্রেম চাপিয়ে দেওয়া যায় না।
বিদ্যা বলেছেন, ‘আমি দেশকে ভালোবাসি। দেশকে রক্ষার জন্য যত দূর যেতে হয় আমি যেতে প্রস্তুত। কিন্তু এ কথা আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না। জাতীয় সঙ্গীত শুনলেই যেখানেই থাকি দাঁড়িয়ে পড়ি’।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র অন্যতম সদস্য বিদ্যা। তিনি বলেছেন, বোর্ডে যোগ দিতে বলার পর তিনি বদল আনার একটা সুযোগ দেখতে পেয়েছিলেন। সেন্সর বোর্ডকে ‘সংস্কারি, অ-সংস্কারি, প্রগতিশীল’-এ ধরনের কোনও তকমা তিনি দিতে চান না।
‘মের্সাল’ সিনেমা নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে বিদ্যা বলেছেন, সিনেমাটি কারুর কল্পনাপ্রসূত বা ব্যাখ্যা। একে রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখা উচিত নয়।
সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার পর সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে কোনও বাধা আসা উচিত নয়। কোনও আপত্তি থাকলে আগে তা তুলে ধরা উচিত ছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement