Chanchal Chowdhury: 'নিথুয়া পাথারে'-র সুরে মেতেছেন দুই বাংলার শিল্পীরা, গলা মেলালেন চঞ্চল, জয়া, বিক্রম
Chanchal Chowdhury at Goa Film Festival: গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'মহানন্দা' (Mahananda)। ছবি প্রদর্শনের ছিল গোয়ায় উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা
কলকাতা: গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে একত্রিত দুই বাংলা। ছবি প্রদর্শিত হবার পরে হোটেলের ঘরে গানের সুরে মাতলেন দুই বাংলার তারকারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)।
গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'মহানন্দা' (Mahananda)। ছবি প্রদর্শনের ছিল গোয়ায় উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'টনিক' -ও। এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) ও জয়া আহসান (Jaya Ahsan)-এর ছবিও। সেই উপলক্ষ্যে গোয়াতে হাজির হয়েছিলেন এই দুই তারকাও।
আরও পড়ুন: Tollywood News: ষষ্ঠ শ্রেণীর ছবি শেয়ার করলেন টলিউড অভিনেতা, চিনতে পারছেন?
আর ছবি প্রদর্শনের পরে, দুই বাংলার তারকারা একত্রিত হয়ে মাতলেন গানের সুরে। বিক্রম ঘোষের বাজনার তালে গলা ছেড়ে চঞ্চল চৌধুরী গেয়ে উঠলেন, 'নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে...' তাঁর সঙ্গে গলা মেলালেন জয়া আহসান ও ঘরে উপস্থিত অন্যান্যরাও। দুই বাংলার সুরের মিশেলে জমে উঠল আসর। তার ছোট্ট টুকরো ক্যামেরাবন্দি রইল পরিচালক অরিন্দম। ক্যাপশানে অরিন্দম লিখলেন, 'দুই বাংলা একসঙ্গে গানে আনন্দে'
View this post on Instagram