Entertainment News: অভিনয় থেকে দূরে, পোশাক বিক্রি করে মেয়েকে বড় করছেন! আর কখনও পর্দায় দেখা যাবে না এই অভিনেত্রীকে?
Bollywood News: সুস্মিতা সেনের আত্মীয় হন এই অভিনেত্রী!

কলকাতা: দীর্ঘদিন অভিনয় থেকে দূরে তিনি, ছেড়ে দিয়েছেন মুম্বই শহর ও! এখন মেয়েকে ঘিরেই তাঁর জীবনের অনেকটা। নিজের মতো করে বাঁচার চেষ্টা করছেন তিনি, খুঁজছেন জীবিকাও। তবে আর কি অভিনয়ে দেখা যাবে না সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রাক্তন ভ্রাতৃবধূ অসোপা চারু (Charu Asopa) -কে? সুস্মিতা সেনের ভাই, রাজীব সেনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই মুম্বই ছেড়ে চলে এসেছেন অসোপা চারু। তাঁর বাবার বাড়ি বিকানেরে। আপাতত মেয়েকে নিয়ে সেখানেই রয়েছেন তিনি। নিয়মিত ভ্লগিং করেন চারু, পাশাপাশি তিনি শুরু করেছেন শাড়ি ও পোশাকের ব্যবসা ও। তবে অনুরাগীরা জানতে চান, আর কি কখনও অভিনয়ে ফিরবেন না চারু? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।
সদ্য নিজের ভ্লগে চারু বলেছেন, 'আপনি যদি একবার অভিনয় শুরু করেন, তাহলে আপনি চিরকালের জন্য রুপোলি পর্দার অংশ হয়ে যান। যখনই আপনি রুপোলি পর্দা থেকে দূরে থাকেন, তখনই আপনি ওই জায়গাটাকে মিস করেন। সেটে বিভিন্ন ধরণের চরিত্রকে ফুটিয়ে তোলার অভিজ্ঞতাই আলাদা। তবে জীবন চিরকাল একরকম থাকে না। জীবন বদলায়। আর তখন জীবনের প্রাধান্যগুলো ও বদলে যায়। এখন মেয়েকে জুড়েই আমার জীবন আবর্তিত হয়। আমি অভিনয় ছাড়িনি, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তবে আমি বর্তমানে যে কাজগুলো করছি, সেগুলো ছোট। খুব একটা বড় কাজে এখনই আমি হাত দিচ্ছি না। আমার কাছে এখন জিয়ানাকে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি এই মুহূর্তে খুব বড় কাজ হাতে নিতে চাই না।'
চারু আরও বলেন, 'আমি বিশ্বাস করি, যে গল্প, যে চরিত্র আমার উপযুক্ত, সেটা নিজেই আমায় খুঁজে নেবে। আমি অভিনয়ে অবশ্যই ফিরব আর আমার সেই অভিনয়টা হবে ভীষণ আবেগী। কারণ মা হওয়ার পরে আমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আশা করে সেটার ছাপ আমার অভিনয়েও পড়বে। দর্শকদের আরও বেশি ভাল লাগবে।'
প্রসঙ্গত, চারু আপাতত বিকানেরে রয়েছেন। রাজীবের সঙ্গে তাঁর আইনত বিচ্ছেদ হয়ে গেলেও যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এমন নয়। সদ্যই রাজীব তাঁর মা অর্থাৎ চারুর শাশুড়িতে নিয়ে বিকানেরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা চারুর বাড়িতে গিয়েছিলেন। চারু আর ছোট্ট জিয়ানার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। এরপরে রাজীব আর চারু কন্যাকে নিয়ে বিদেশ সফরেও গিয়েছিলেন।






















