এক্সপ্লোর
#মিটু? এক সাংবাদিকের সঙ্গে চেতন ভগতের চ্যাটের স্ক্রিনশট ভাইরাল, ক্ষমা চাইলেন লেখক

নয়াদিল্লি: তনুশ্রী দত্তের অভিযোগের পর বলিউডে #মিটু নিয়ে রীতিমত হইচই চলছে। সেলিব্রিটি লেখক চেতন ভগত তনুশ্রীকে সমর্থন করেছিলেন। এবার এক মহিলা তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপচারিতার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, চেতন ওই মহিলার সঙ্গে ‘ঘনিষ্ঠতা বাড়াতে চাইছেন’।
ফেসবুক পোস্টে চেতন লিখেছেন, তিনি আজকাল কোনও মহিলাকে এ ধরনের কথা বলেন না, তা আবার লোকজনের মোটেই ভাল লাগে না। ওই মহিলার সঙ্গে তাঁর কোনও রকম শারীরিক সম্পর্ক ছিল না, কোনও অশ্লীল ছবি বা কথাবার্তারও আদান প্রদান হয়নি। এই ঘটনার পর তাঁর ফোন নম্বর ডিলিট করে দেন তিনি।
And it goes on. Chetan Bhagat @chetan_bhagat pic.twitter.com/xyI9tSgfMc
— 🌈 Sheena (@weeny) October 6, 2018
ওই স্ক্রিন শট প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই চেতন অভিযোগকারিণীর কাছে ক্ষমা চেয়ে নেন। ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্টও করেন তিনি। স্ক্রিন শটে দেখা যাচ্ছে, চেতন ভগত মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কথা বলছেন।
ফেসবুক পোস্টে চেতন লিখেছেন, তিনি আজকাল কোনও মহিলাকে এ ধরনের কথা বলেন না, তা আবার লোকজনের মোটেই ভাল লাগে না। ওই মহিলার সঙ্গে তাঁর কোনও রকম শারীরিক সম্পর্ক ছিল না, কোনও অশ্লীল ছবি বা কথাবার্তারও আদান প্রদান হয়নি। এই ঘটনার পর তাঁর ফোন নম্বর ডিলিট করে দেন তিনি। চেতন লিখেছেন, তিনি জানতেন, ওই মহিলা বিবাহিত, তাঁর এ ধরনের অনুভূতি কোনও সম্পর্কের চেহারা নিতে পারে না। কিন্তু তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অনুভব করতেন তিনি। ওয়ান ইন্ডিয়ান গার্ল নামে যে উপন্যাসটি রয়েছে তাঁর তা নিয়েও দুজনের আলোচনা হত নিয়মিত। চেতন এ ব্যাপারে নিজের স্ত্রী অনুষার কাছেও ক্ষমা চেয়েছেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















