Cirkus Motion Poster: ডিসেম্বরে আসছে 'সার্কাস', চরিত্রদের সঙ্গে পরিচয় করালেন রোহিত শেট্টি
Cirkus: মোশন পোস্টারে রণবীর সিংহ থেকে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে সঞ্জয় মিশ্রাদের দেখা গিয়েছে কমিক চরিত্রে।
![Cirkus Motion Poster: ডিসেম্বরে আসছে 'সার্কাস', চরিত্রদের সঙ্গে পরিচয় করালেন রোহিত শেট্টি Cirkus Motion Poster: Ranveer Singh and Rohit Shetty unveil cars, colourful costumes, and cartoonish characters, know in details Cirkus Motion Poster: ডিসেম্বরে আসছে 'সার্কাস', চরিত্রদের সঙ্গে পরিচয় করালেন রোহিত শেট্টি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/25/4820fb70ee71b4578215a0ec32e8ed161669366773273214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী সপ্তাহে প্রকাশ্যে আসলে ট্রেলার (Cirkus Trailer)। তার আগেই ছবির চরিত্রদের সঙ্গে দর্শকের পরিচয় করালেন রোহিত শেট্টি (Rohit Shetty)। তাঁর আগামী ছবি 'সার্কাস' (Cirkus) আসতে চলেছে। এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে এই ছবির মোশন পোস্টার। সেখানেই রণবীর সিংহ (Ranveer Singh) থেকে পূজা হেগড়ে (Pooja Hegde), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) থেকে সঞ্জয় মিশ্রাদের (Sanjay Mishra) দেখা গিয়েছে কমিক চরিত্রে।
'সার্কাস' ছবির মোশন পোস্টার মুক্তি পেল-
এদিন নেট দুনিয়ায় 'সার্কাস' ছবির মোশন পোস্টার শেয়ার করেন অভিনেতা রণবীর সিংহ। পরিচালক রোহিত শেট্টির ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনিই। জানা গিয়েছে, এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। শীতের মরসুমেই দর্শকদের জন্য় তিনি 'সার্কাস' নিয়ে আসছেন। রণবীর সিংহ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, জনি লিভার, বরুণ শর্মা, সঞ্জয় মিশ্রা, টিকু তালসানিয়া এবং আরও অনেককে। মোশন মোস্টারে তাঁদের কমিক রূপের দেখা পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে রণবীর সিংহ লিখেছেন, 'ট্রেলার মুক্তির এক সপ্তাহ আগে পরিচয় করে নিন আমাদের 'সার্কাস' পরিবারের সঙ্গে।'
[tw]
ROHIT SHETTY - RANVEER SINGH: MEET THE CHARACTERS IN ‘CIRKUS’ MOTION POSTER… #RohitShetty introduces the quirky world of #Cirkus… Arrives in *cinemas* #Christmas 2022 [23 Dec]. #CirkusThisChristmas pic.twitter.com/uwBDFYA6UE
— taran adarsh (@taran_adarsh) November 25, 2022
[/tw]
আরও পড়ুন - Vikram Gokhale Health: মৃত্যু গুজবে তোলপাড় নেট দুনিয়া! কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে?
Before the trailer drops next week, meet our CIRKUS family!!!#CirkusThisChristmas#RohitShettyProduction@tseriesfilms @TSeries pic.twitter.com/ae2LUTFLNr
— Ranveer Singh (@RanveerOfficial) November 25, 2022">
Before the trailer drops next week, meet our CIRKUS family!!!#CirkusThisChristmas#RohitShettyProductionz @TSeries pic.twitter.com/a63UA9ewqW
— Sanjay Mishra (@imsanjaimishra) November 25, 2022">
Before the trailer drops next week, meet our CIRKUS family!❤️ 🎪 #CirkusThisChristmas#Rohitshettyproductionz@TSeries pic.twitter.com/mtCeENwfKm
— Varun Sharma (@varunsharma90) November 25, 2022">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)