Josephine Chaplin: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন, বয়স হয়েছিল ৭৪
Josephine Chaplin Passes Away: আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি' সূত্রে খবর, গত ১৩ জুলাই প্যারিসে হঠাৎই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে।
নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ও চার্লি চ্যাপলিন (Charlie Chaplin) কন্যা জোসেফিন চ্যাপলিন (Josephine Chaplin Passes Away)। বয়স হয়েছিল ৭৪। আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি' সূত্রে খবর, গত ১৩ জুলাই প্যারিসে হঠাৎই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে। অভিনেত্রীর তিন ছেলে রয়েছে, জুলিয়েন রনেট, চার্লি ও আর্থার। এছাড়া জোসেফিনের ভাইবোন রয়েছেন, মাইকেল, জেরাল্ডাইন, ভিক্টোরিয়া, জেন, অ্যানেট, ইউজিন ও ক্রিস্টোফার।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার্লি চ্যাপলিন কন্যা
চার্লি চ্যাপলিন ও উনা ওনিলের আট সন্তানের তৃতীয় সন্তান ছিলেন জোসেফিন চ্যাপলিন। কিংবদন্তি কমেডিয়ানের মোট ১১ সন্তানের ষষ্ঠ সন্তান ছিলেন জোসেফিন। ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় ২৮ মার্চ ১৯৪৯ সালে জন্ম হয় তাঁর। জোসেফিন তাঁর বাবার ছবি 'লাইমলাইট'-এ অভিনয়ের মাধ্যমেই অভিনয়ে ডেবিউ করেন যা মুক্তি পায় ১৯৫২ সালে। তাঁর বয়স তখন ছিল মাত্র ৩। অভিনেত্রী তাঁর বেশিরভাগ ছবিই করেছিলেন ফরাসি ভাষায়।
এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন জোসেফিন। যেমন রিচার্ড বালডুচির ছবি বা পিয়ার পাওলো পাসোলিনির অস্কার জয়ী ছবি 'দ্য ক্যান্টারবেরি টেলস'। ২৯৮৪ সালে ক্যানাডিয়ান নাটক 'দ্য ব্যাড বয়'-এ তাঁর একটি দুর্দান্ত চরিত্র ছিল যা তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। এতে ডেবিউ করেন কিফার সাদারল্যান্ডও। বেশি বয়সে এসে জোসেফিন দায়িত্ব নিয়েছিলেন প্যারিসেন চ্যাপলিন ফ্যামিলি অফিসের। আয়ার্ল্যান্ডের ওয়াটারভিলে নিজের বাবার মূর্তি তৈরির জন্য স্পনসরও করেছিলেন।
প্যারিসের দীর্ঘদিনের বাসিন্দা, তিনি ১৯৭৮ সালে তাঁর বাবার মৃত্যুর পরপরই একটি উদ্ভট তোলাবাজির চক্রান্তের শিকার হন, যখন দুই ব্যক্তি তাঁর দেহ এবং কফিন চুরি করে নেয়। পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে এবং ১১ সপ্তাহ পরে দেহাবশেষ উদ্ধার করা হয়। জোসেফিন চ্যাপলিন দুই বার বিয়ে করেন। তাঁর প্রথম স্বামী গ্রিক ব্যবসায়ী নিক্কি সিস্টোভারিস ও দ্বিতীয় স্বামী প্রত্নতত্ত্ববিদ জঁ-ক্লড গার্ডিন।
আরও পড়ুন: Sara Ali Khan: ট্রোলকে বুড়ো আঙুল! অমরনাথ যাত্রায় সারা আলি খান, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও
ওনিলের সঙ্গে চ্যাপলিনের আলাপ হয় ১৯৪২ সালে, এবং তার পরের বছর বিয়ে হয় তাঁদের। চ্যাপলিন অফিস সূত্রে খবর, সাইলেন্ট সিনেমার তারকা অভিনেতা 'অবশেষে সত্যিকারের আনন্দ খুঁজে পান, এবং তাঁরা একে অপরের মনের মানুষ খুঁজে পেয়েছিলেন। যদিও উনার বয়স ছিল ১৮ ও চার্লির বয়স ছিল ৫৩।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন