ছবির প্রধান ভূমিকায় রয়েছেন জাহ্নবী কপূর এবং শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর।
2/8
‘ধড়ক’ ছবিটি আদতে মারাঠি ছবি সৈরাট-এর হিন্দি ভার্সান। ছবির পরিচালক কর্ণ জোহর। ফারাহ খান মূল ছবির ঝিঙ্গাট গানকে নতুন রূপে দেখিয়েছেন।
3/8
শ্রীদেবী সম্পর্কে ফারহা বলেন, আমি ওনাকে ভীষণই ভালবাসতাম। আমার কেরিয়ারের শুরুতে তিনি আমাকে প্রচুর সাহায্য করেছিলেন।
4/8
তাঁর বড় মেয়ে জাহ্নবী কপূর ‘ধড়ক’ ছবির মাধ্যমে ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন।
5/8
প্রসঙ্গত, শ্রীদেবী হিন্দি সিনেমা জগতের একজন খ্যাতনামা শিল্পী ছিলেন। গতমাসে দুবাইতে মারা যান ৫৪ বছরের শ্রীদেবী।
6/8
ফারাহ বলেন, জাহ্নবী ভীষণই ভাল মেয়ে। সে একজন ভাল ডান্সারও। ও ভীষণ দ্রুত যে কোনও ডান্সকে করায়ত্ত করতে পারে। তবে, এখনই মায়ের সঙ্গে জাহ্নবীর তুলনা টানা ঠিক নয়।
7/8
এই প্রসঙ্গে ফারহার মতে, জাহ্নবী বা তাঁর মতো নবাগতদের সঙ্গে শ্রীদেবীর তুলনা টানা ঠিক নয়।
8/8
হিন্দি সিনেমার ডিরেক্টর তথা নৃত্য-পরিচালক ফারাহ খানের সঙ্গে শ্রীদেবীর কোরিওগ্রাফির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে গিয়ে এখন প্রয়াত অভিনেত্রীর কন্যা জাহ্নবীকে তাঁর প্রথম ছবি ‘ধড়ক’-এ কোরিওগ্রাফি করাচ্ছেন ফারহা।