Controversy on Kajol: 'অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছেন', চূড়ান্ত বিতর্কের মুখে নিজের মন্তব্য নিয়ে সাফাই কাজলের
Controversy on Kajol's Comment: কাজলের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই, ক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই প্রশ্ন তুলেছেন কাজলের নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে।
কলকাতা: একটি মন্তব্য ও তাতেই বিতর্কের ঝড়! শেষমেষ, নিজের বক্তব্যের জন্য প্রায় ক্ষমা চাইলেন অভিনেত্রী কাজল? দেশের রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে হঠাৎ কী বেফাঁস মন্তব্য় করেছিলন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)?
সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)। আর সেখানে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। কিন্তু সম্প্রতি, প্রচারের কারণে একটি সাক্ষাৎকার দিতে এসে দেশের রাজনীতি ও নেতা-নেত্রীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে কাজল! কী সেই মন্তব্য?
দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, 'আমাদের দেশে পরিবর্তন আসছে কিন্তু খুব ধীরে। কারণ আমাদের দেশ ঐতিহ্যের গণ্ডির মধ্যে নিহিত। আমরা একই ধরনের চিন্তায় আবদ্ধ হয়ে পড়েছি। আর সেটা শিক্ষার সঙ্গে সম্পর্কিত। খারাপ লাগলেও আমায় এটা বলতে হচ্ছে যে আমাদের দেশ এমন কিছু মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে, যাঁদের প্রাথমিক শিক্ষাটুকুও নেই। এমনকি তাঁদের ভালমন্দের বিচারটুকুও নেই। শিক্ষা আমাদের অন্তত সেটুকু বোঝার সুযোগ দেয়।'
কাজলের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই, ক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই প্রশ্ন তুলেছেন কাজলের নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আক্রমণ করা হয়েছে তাঁর স্বামী অজয় দেবগণকেও (Ajay Devgan)! সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লেখেন, 'কাজল, আপনি নিজে স্কুলের শিক্ষা শেষ করেননি। আপনার স্বামী গুটখা বিক্রি করেন। তাই এইসব বলা থেকে কিছুটা বিরত থাকুন যে, আমরা অশিক্ষিত নেতাদের দ্বারা পরিচালিত।'
শেষমেষ রোষের মুখে পড়ে ট্যুইট করে ক্ষমা চাইলেন অভিনেত্রী। আজ একটি ট্যুইট করে কাজল লেখেন, 'আমি কেবলমাত্র শিক্ষা নিয়ে নিজের মতামত দিয়েছি। কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা-নেত্রীকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না। মসনদে এখনও এমন অনেক রাজনৈতিক নেতা নেত্রীরাই রয়েছেন যাঁরা দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন।'
I was merely making a point about education and its importance. My intention was not to demean any political leaders, we have some great leaders who are guiding the country on the right path.
— Kajol (@itsKajolD) July 8, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial