Mumbai Coronavirus: 'আমার বাড়ি করোনার হটস্পট নয়', মিডিয়াকে কটাক্ষ করে পোস্ট কর্ণ জোহরের
Mumbai Coronavirus: ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কর্ণ লেখেন, 'আমার পরিবার, আমি ও বাড়ির সকলেই আরটিপিসিআর পরীক্ষা করিয়েছেন। ঈশ্বরের কৃপায় আমরা সকলেই নেগেটিভ।'
মুম্বই: বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে পরিচালক কর্ণ জোহর (Karan Johar) জানান তাঁর পরিবারের কেউ করোনা আক্রান্ত হননি। সকলের মতামত খারিজ করে তিনি বলেন, 'তাঁর বাড়ি কোভিড হটস্পট নয়'।
'ওমিক্রন আতঙ্ক' চলাকালীন বাড়িতে পার্টির আয়োজন করেন কর্ণ। সেই পার্টিতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী করিনা কপূর খান ও অমৃতা অরোরা। এই দুই অভিনেত্রী আবার করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে কর্ণের বাড়িতেই করোনা সংক্রমণ হয়েছে দুই তারকা অভিনেত্রীর। সেই পরিপ্রেক্ষিতেই এই পোস্ট কর্ণের।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কর্ণ লেখেন, 'আমার পরিবার, আমি ও বাড়ির সকলেই আরটিপিসিআর পরীক্ষা করিয়েছেন। ঈশ্বরের কৃপায় আমরা সকলেই নেগেটিভ। এমনকী আমি নিজে দুবার পরীক্ষা করিয়েছি সতর্ক হওয়ার জন্য এবং আমি নেগেটিভ... শহরের প্রত্যেকে সুরক্ষা নিশ্চিত করতে বিএমসি-এর উদ্যোগকে সাধুবাদ জানাই। ওঁদের কুর্নিশ...'। এরপর তিনি তোপ দাগেন মিডিয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, 'মিডিয়ার কিছু সদস্যের উদ্দেশে, আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে ৮ জনের একটি ব্যক্তিগত সম্মেলনকে "পার্টি" বলা চলে না এবং আমার বাড়ি যেখানে আমরা সব সাবধানতা মেনে চলি সেটা কোভিডের "হটস্পট" নয়।'
কর্ণ জোহর বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং সর্বক্ষণ আমরা মাস্ক পরেছিলাম ও কেউ এই অতিমারীকে হালকাভাবে নিচ্ছে না...'। মিডিয়াকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, 'ভাল করে সবটা জেনে তারপর খবর করলে ভাল হবে।'
সম্প্রতি করোনায় (Covid19) আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। টিনসেল টাউনের (Bollywood) দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।