Dadagiri Update: ২৩ জানুয়ারি বিশেষ পর্বে 'দাদাগিরি'র মঞ্চ মাতাতে আসছে একঝাঁক খুদে
Dadagiri Special Episode: বিশেষ দিনে বিশেষ পর্ব তো মাস্ট। তাই তো আগামী রবিবার, ২৩ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায় 'দাদাগিরি'র মঞ্চে মাতবেন ৬ খুদে প্রতিযোগীর সঙ্গে। তাঁদের প্রত্যেকের বয়স ৬ থেকে ৯-এর মধ্য়ে।
কলকাতা: আগামী রবিবার, অর্থাৎ ২৩ জানুয়ারি 'দাদাগিরি'তে (Dadagiri) দেখতে পাবেন এক বিশেষ পর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হবে ৬ খুদে প্রতিযোগী। অর্থাৎ রবিবার 'দাদাগিরি আনলিমিটেড'-এ 'কিডস স্পেশাল' (Kids' Special Episode) পর্ব।
বিশেষ দিনে বিশেষ পর্ব তো মাস্ট। তাই তো আগামী রবিবার, ২৩ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) 'দাদাগিরি'র মঞ্চে মাতবেন ৬ খুদে প্রতিযোগীর সঙ্গে। তাঁদের প্রত্যেকের বয়স ৬ থেকে ৯-এর মধ্য়ে। প্রতিটি শিশুই তাদের নিজের নিজের মতো করে প্রতিভাবান ছিল বলে খবর চ্যানেল সূত্রে। এক খুদে প্রতিযোগী নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চেই তৈরি করেন 'স্যান্ড আর্ট'। অপরদিকে পুরুলিয়ার এক শিশু তার গান এবং নাচের দক্ষতা দিয়ে জয় করে সকলের মন। রঙবাহারি পোশাকে নজর কাড়ে প্রত্যেক শিশু।
খুদেদের নিয়ে তৈরি পর্ব। তাদের জন্য উপহারও ছিল অবশ্যই। এদিন ৪ বছরের এক পুঁচকেকে দেখা যাবে নেতাজির বেশে। মঞ্চে এসে 'পুঁচকে নেতাজি' সকলের মধ্যে উপহার বিলি করবে। গোটা পর্বটি মজাদার এবং বিনোদনে ভরপুর। রবিবার সন্ধ্যায় দর্শকদের একটি মজাদার আনন্দ যাত্রায় নিয়ে যাবে 'দাদাগিরি'।
আরও পড়ুন: Mrityur Rong Dhushor Update: শ্যুটিং শেষ হল 'মৃত্যুর রং ধূসর' ছবির, শীঘ্রই আসছে পর্দায়
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বন্ধ ছিল জি বাংলার জনপ্রিয় গেম শো 'দাদাগিরি'-র শ্যুটিং। তবে গত ১২ জানুয়ারি অসুস্থতা কাটিয়ে 'দাদাগিরি'র (Dadagiri) সেটে চেনা ছন্দে ফেরেন 'দাদা'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দাদাগিরি'-র সেট থেকে সেলফি তুলে পোস্ট করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, 'ব্যাক টু ওয়ার্ক... দাদাগিরি'।
বর্ষশেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। যেহেতু সৌরভের কিছু কো-মর্বিডিটি রয়েছে, তাই চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি। করোনা চিকিৎসার পাশাপাশি কোভিডের ধাক্কায় তাঁর হৃদযন্ত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে দেবী শেঠির মতো নামী বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হয়।