৬ বছরেই ধর্ষিতা, জানালেন ’৫০-এর জনপ্রিয় শিশুশিল্পী ডেইসি ইরানি
নয়াদিল্লি: পাঁচের দশকে বলিউডের জনপ্রিয় শিশুশিল্পী ডেইসি ইরানি জানিয়েছেন, যখন তাঁর ৬ বছর বয়স ছিল, তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।
‘বুট পলিশ’, ‘জাগতে রহো’, ‘নয়া দৌড়’ প্রভৃতি বহুল-জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় সকলের মন জিতে নিয়েছিল। তাঁর কোঁকড়ানো চুল এবং নিষ্পাপ চোখের চাউনি প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের আকৃষ্ট করেছিল।
দীর্ঘ ৬০ বছর পর তাঁর মুখ থেকে এই স্বীকারোক্তি শুনে অনেকেই চমকে উঠেছেন। বর্তমানে তাঁকে সকলে প্রাক্তন অভিনেত্রীর চেয়ে বেশি মানুষ চেনেন ফারহান ও জোয়া আখতার এবং ফারাহ খানের সম্পর্কে মাসি হিসেবে।
নয়া দৌড় ছবিতে দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালার সঙ্গে শিশুশিল্পী ডেইজি।প্রাক্তন অভিনেত্রী বলেন, লোকটির নাম ছিল নজর। আমার অভিভাবক হওয়ার কথা ছিল তার। মাদ্রাজে ‘হাম পঞ্ছি এক ডাল কে’ ছবির শ্যুটিংয়ে গিয়েছিলাম। এক রাতে হোটেলের ঘরে সে আমাকে ধর্ষণ করে। বেল্ট দিয়ে মেরে হুমকি দেয়, কী ঘটেছে কাউকে সেই জানালে সে আমাকে মেরে ফেলবে। যাই হোক সে এখন আর বেঁচে নেই।
কিন্তু কেন এতদিন পর মুখ খুললেন ডেইসি? তিনি জানান, #MeToo-র জন্য নয়। আজকাল প্রচুর শিশুশিল্পী সিনেমা, সিরিয়াল ও টিভি ট্যালেন্ট শোতে কাজ করছে। ফলে, তাঁর এই ঘটনার কথা জেনে অভিভাবকরা সতর্ক হবেন।