এক্সপ্লোর
ইওরোপের রাস্তায় দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ এবং সানায়া মালহোত্রার নাচ দেখুন!
![ইওরোপের রাস্তায় দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ এবং সানায়া মালহোত্রার নাচ দেখুন! Dangal girls Fatima Sana Shaikh and Sanya Malhotra dance like nobody's watching on the streets of Europe! ইওরোপের রাস্তায় দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ এবং সানায়া মালহোত্রার নাচ দেখুন!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/31085018/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ, সানায়া মালহোত্রার ইওরোপের রাস্তায় প্রাণখোলা নাচ। নাচ দেখে মনে হচ্ছিল, তাঁদের জীবনে আগামীকাল বলে কিছু নেই। আজকের দিনটির জন্যেই তাঁরা বাঁচেন। শুধু তাই নয়, দুজনের বন্ধুত্বও যে কতটা গভীর, সেটাও ওই নাচ দেখে বোঝা গিয়েছে।
দুই দঙ্গল-গার্লই কিটক্যাটের বিজ্ঞাপন করছেন। তাঁদের বিজ্ঞাপনের প্রচারের ক্যাপশনই হল 'করো জো করনা হ্যায়...ব্রেক মে বানতা হ্যায়'। যেটা সেই তত্ত্বকেই প্রতিষ্ঠিত করে জীবনে বিরতি নেওয়া কতটা প্রয়োজনীয়, এবং সেসময় কে কী ভাবল, কী করল, সেই নিয়ে কারও মাথা ঘামানো উচিত নয়। ফতিমা এই বিরতি বা ছুটি নেওয়া প্রসঙ্গে বলেন, অভিনেতা হওয়ার কারণে, তাঁদের হামেশাই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। অনেক সময়ই তাঁদের মন একরকম চায়, তাঁরা অন্য ধরনের কিছু করতে বাধ্য হন পরিস্থিতির চাপে। তাই দঙ্গল-গার্ল ফতিমা মনে করেন, একজন যখন কাজ থেকে, সবকিছু থেকে ছুটি নেবে..তখন তাঁর অবশ্যই একেবারে নিজের মনের মতো করে সময় কাটানো উচিত। আর আজকের দ্রুত গতিতে ছুটে চলা জীবনের ছন্দের সঙ্গে তাল রাখতে সকলেরই মাঝেমধ্যে ব্রেক নেওয়া উচিত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)