এক্সপ্লোর
সব হিটের রেকর্ড ছাপিয়ে গেল ‘দঙ্গল’, পিছিয়ে পড়ল আমিরেরই ‘পিকে’

মুম্বই: রেকর্ড সময়ে সব রেকর্ড ভেঙে ফেলল ‘দঙ্গল’। মুক্তির তৃতীয় সপ্তাহের শেষে ৩০.৫ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি। এর সঙ্গে ছবিটি ৩৪৪ কোটির সীমা ছাড়িয়ে গেছে বলে খবর। অর্থাৎ ‘পিকে’-র ৩৪০.৮ কোটি টাকার রেকর্ড ছাপিয়ে গেছে ‘দঙ্গল’।
‘দঙ্গল’-এর মত ‘পিকে’-ও আমির খানের ছবি। এর আগে সবথেকে বেশি হিটের রেকর্ড ছিল ‘পিকে’-রই। কিন্তু মুক্তির মাত্র ১৭দিনের মাথায় ‘পিকে’-র রেকর্ড ধুয়ে মুছে গেছে। এখনও ‘দঙ্গল’-এর জন্য হাউসফুল চলছে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। এভাবে চলতে থাকলে হয়তো ৪০০ কোটিও ছুঁয়ে ফেলবে এই ছবি।
আরেকটি ব্যাপার এখানে প্রণিধানযোগ্য। পরপর দুটি ৩০০ কোটির সিনেমা দিয়েছেন আমির। কিন্তু একটিও কোনও ছুটির মধ্যে নয়, অন্তত ছুটির দিনে সিনেমা মুক্তি পায়নি। ‘পিকে’ মুক্তি পায় ২০১৪-য় ১৯ ডিসেম্বর, এক সপ্তাহ পরেই অবশ্য আসে বড়দিন। কিন্তু ‘দঙ্গল’ মুক্তি পায় ২৩ ডিসেম্বর। বড়দিন পড়ে রবিবারে, অর্থাৎ আলাদা করে সে জন্য ছুটির সুবিধে পাওয়া যায়নি। ১ জানুয়ারিও পড়ে রবিবারেই।
এই মুহূর্তে আর কোনও ছবি না থাকায় বাজারে একাই খেলছে ‘দঙ্গল’। ‘ওকে জানু’ আর দীপিকা পাড়ুকোনের ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ এসে পড়লে হয়তো তার গতি একটু শ্লথ হবে। কিন্তু ততদিনে ৩৭৫ কোটি হয়তো পেরিয়ে যাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
