‘মেন্টাল হ্যায় কেয়া?’ ছবিতে মানসিক রোগীদের হেয় করা হয়েছে, দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, দীপিকার সংস্থার
আইএমএ ও ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির পক্ষ থেকে এই ছবির নির্মাতাদের প্রতি আবেদনে বলা হয়েছে, টিজার সরিয়ে নেওয়া হোক এবং নাম বদল করা হোক।
It is time we put an end to the use of words, imagery and/or the portrayal of persons with mental illness in a way that reinforces stereotypes. (1/2) https://t.co/sZCeIp8eGw
— TLLLFoundation (@TLLLFoundation) April 20, 2019
আইএমএ-র জাতীয় সভাপতি শান্তনু সেন বলেছেন, ‘‘মেন্টাল হ্যায় কেয়া?’ নামটি মানসিক রোগীদের পক্ষে অপমানজনক। এই ছবির নামটির মাধ্যমে মানসিক রোগীদের হেয় করা হয়েছে। এটি শুধু অনৈতিক ও অমানবিকই নয়, একইসঙ্গে বেআইনিও। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্সর বোর্ডের কাছে আমার আবেদন, এই মর্যাদাহানিকর নাম ও বিষয়বস্তু সংশোধন করা হোক।’
Many millions who suffer with mental illness in India already face tremendous stigma. Therefore,it is extremely important to be responsible and sensitive towards the needs of those suffering. (2/2) https://t.co/sZCeIp8eGw
— TLLLFoundation (@TLLLFoundation) April 20, 2019
দীপিকার সংস্থার পক্ষ থেকে ট্যুইটারে লেখা হয়েছে, ‘মানসিক রোগীদের প্রতি গতানুগতিক ধারণা সম্পর্কিত শব্দ ও চরিত্র রূপায়ণ বন্ধ করার সময় এসেছে। ভারতে লক্ষ লক্ষ মানুষ মানসিক সমস্যায় রয়েছেন। তাই তাঁদের বিষয়ে সংবেদনশীল ও দায়িত্ববান হওয়া অত্যন্ত জরুরি।’
Dear @TLLLFoundation Ms Ranaut who is recipient of three national awards and one f the driving forces of feminism movement in India through her films like Queen & Manikarnika is one f the most responsible artists,to jump the gun & assume the worse is nothing bt immature..(contd.) https://t.co/99Brese96M
— Rangoli Chandel (@Rangoli_A) April 20, 2019
মানসিক চিকিৎসরাও সোশ্যাল মিডিয়ায় এই ছবির নাম ও পোস্টারের তীব্র সমালোচনা করেছেন। কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল অবশ্য দাবি করেছেন, এই ছবি সবারই ভাল লাগবে।
(contd)...all I can say is that for Manikarnika we held screenings for school children in many states of India after MHK we would like to do the same with you .... 🙂🙏 ...(contd) @TLLLFoundation
— Rangoli Chandel (@Rangoli_A) April 20, 2019