(Source: ECI/ABP News/ABP Majha)
Chhori: নিকি তম্বোলি-তন্ময় সিংহ অভিনীত মিউজিক ভিডিও 'ছোরি' প্রকাশ্যে
Music Video: পর্দায় এই প্রথম একসঙ্গে কাজ করলেন নিকি ও তন্ময়। তবে গানের টিজারেই তাঁদের রসায়ন বেশ নজর কেড়েছিল দর্শকদের। নির্মাতারা নিশ্চিত এই গান দর্শকদের নাচতে বাধ্য করবেই।
নয়াদিল্লি: অনুরাগীদের জন্য নতুন মিউজিক ভিডিও নিয়ে এলেন নিকি তম্বোলি (Nikki Tamboli)। সঙ্গে তন্ময় সিংহ (Tanmay Ssingh)। গানের নাম 'ছোরি' (‘Chhori’)। 'গ্লোবাল দেশি রেকর্ডস' (Global Desi Records) নিয়ে এল নতুন দেশি পার্টি গান।
প্রকাশ্যে নতুন গান 'ছোরি'
'গ্লোবাল দেশি রেকর্ডস' তাঁদের সর্বপ্রথম গানের ভিডিও নিয়ে হাজির। সিঙ্গেল, দেশি মশলা পার্টি ঘরানার গান 'ছোরি' মুক্তি পেয়েছে। যেখানে একসঙ্গে দেখা গেছে 'বিগ বস' খ্যাত নিকি তম্বোলি ও জনপ্রিয় তারকা তন্ময় সিংহকে।
পর্দায় এই প্রথম একসঙ্গে কাজ করলেন নিকি ও তন্ময়। তবে গানের টিজারেই তাঁদের রসায়ন বেশ নজর কেড়েছিল দর্শকদের। নির্মাতারা নিশ্চিত এই গান দর্শকদের নাচতে বাধ্য করবেই। দানিশ সাবরি রচিত 'ছোরি'তে কণ্ঠ দিয়েছেন সোনু কক্কর, ভি কক্কর। প্রসঙ্গত সলমন খান ও বরুণ ধবনের একাধিক ছবির গানের লিরিক্স লিখেছেন দানিশ। 'ছোরি'র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসলাম খান ও রবি আখাড়ে। গানের উচ্ছ্বসিত মেজাজ প্রতিফলিত করতে এবং সম্পূর্ণ ভিন্ন অবতারে মূল তারকাদের প্রতিফলিত করতে একটি রঙিন প্রেক্ষাপটে বিশাল প্রযোজনার শ্যুটিং করা হয়। বান্দ্রার এক রেস্তোরাঁয় গানটি মুক্তি পায়। হাজির ছিলেন একাধিক অতিথি।
View this post on Instagram
আরও পড়ুন: 'Vadh' Release Date: নীনা গুপ্তা-রাজু মিশ্রের থ্রিলার ড্রামা 'বধ' মুক্তির তারিখ প্রকাশ্যে
এই প্রজেক্টের ব্যাপারে নিকি তম্বোলি বলেন, 'আমি সত্যিই এই গানটির জন্য অপেক্ষা করে আছি কারণ নাচের প্রতি আবেগ এবং ভালবাসা আমার জন্য অবিশ্বাস্যভাবে বেড়েছে এবং সৌভাগ্যবশত এই গানটি এমনই যেখানে নাচ থামানো যাবে না। আমি নিশ্চিত শ্রোতারা এই গানটি পছন্দ করবেন।' তন্ময় সিংহ বলেন, 'নিকি তম্বোলির সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা। আমাদের সমস্ত শক্তি, উৎসাহ ঢেলে দিয়েছি এই গানে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।' গানটি ইউটিউবে শোনা যাচ্ছে।