Dev on New Film: এলাকার ভোট শেষ, পুজোর 'প্রস্তুতি' শুরু করলেন দেব!
Dev on New Film: টেক্কা'-র শ্যুটিং ব়্যাপ-আপের ছবি এর আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দেব। তবে এখনও একদিনের শ্যুটিং বাকি রয়েছে তাঁর
কলকাতা: তিনি একদিকে যেমন বিধায়ক, অন্যদিকে অভিনেতা, প্রযোজকও। আর তাই, ভোট মিটতেই ফেল সিনেমার দুনিয়ায় মন তাঁর। তিনি 'দেব' (Dev)। গোটা বছরই রুপোলি পর্দা আর রাজনীতির ময়দানের মধ্যে ব্যালেন্স করে চলেন তিনি। আর এবারও, গত কয়েকমাস তিনি ব্যস্ত ছিলেন ভোটের প্রচার, নির্বাচনের অন্যান্য ব্যস্ততা নিয়ে। আর ঘাটালের ভোট মিটতেই, ফের সিনেমার দুনিয়ায় 'সুপারস্টার'।
আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুইই তাঁর নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র লুকের। মুখে এলোমেলো দাড়ি, উস্কোখুস্কো চুল, চোখে প্রশ্নসূচক দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এবার পুজোয় আমরা আসছি।' এর আগেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালিত এই ছবির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, পুজোর সময় মুক্তি পাবে এই ছবি।
'টেক্কা'-র শ্যুটিং ব়্যাপ-আপের ছবি এর আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দেব। তবে এখনও একদিনের শ্যুটিং বাকি রয়েছে তাঁর। আর সেই কাজও তিনি মিটিয়ে ফেলবেন খুব তাড়াতাড়িই। ভোটের দিনটা নিজের কেন্দ্রেই ছিলেন দেব। এর আগে, প্রচারের কাজে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। তবে সেই কাজ মিটিয়ে কলকাতায় ফিরে এসেছেন তিনি। খুব তাড়াতাড়ি শ্যুটিং শেষ করে শুরু হয়ে যাবে পোস্ট-প্রোডাকশনের কাজ। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও রয়েছে দেবের কাঁধে। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)।
'জুলফিকর'-এর পরে, দীর্ঘ কয়েক বছর পরে সৃজিতের পরিচালনায় কাজ করছেন দেব। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও (Swastika Mukherjee)। এর আগে এই ছবি সম্পর্কে এবিপি লাইভকে (ABP Live) রুক্মিণী বলেছিলেন, এই প্রথম সৃজিতের সঙ্গে কাজ করছেন তিনি। সৃজিতের ছবির চিত্রনাট্য পড়ার পরেই ছবিটির জন্য রাজি হন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।