Dev on Dasham Avtaar: সৃজিতের 'দশম অবতার'-এর মুখোমুখি দেবের 'বাঘাযতীন', অনুরাগীরা কটাক্ষ করতেই অবাক করা পদক্ষেপ নায়কের
Actor Dev on Srijit's Dasham Avtaar: সোশ্যাল মিডিয়ায় একদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দেবের একটি ছবি, অন্যদিকে দশম অবতার-এর গোটা টিমের ছবি। অনুরাগীরা লিখেছেন, 'একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।'

কলকাতা: 'দশম অবতার' (Dasham Avtaar) ছবির ঘোষণা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে নিয়ে তুলনা শুরু করেছিলেন দেবের অনুরাগীরা। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবির ঘোষণা করেছেন সদ্যই। ২১ জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গিয়েছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। আর এই ছবির কাস্টিংয়ে প্রকাশ্যে আসতেই, দেব-এর অনুরাগীদের তৈরি বিভিন্ন ফ্যানপেজ থেকে শুরু হয়েছে তুলনা
সোশ্যাল মিডিয়ায় একদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দেবের একটি ছবি, অন্যদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দশম অবতার-এর গোটা টিমের ছবি। অনুরাগীরা লিখেছেন, 'একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।' অনেকে আবার সরাসরি তুলনা করে লিখেছেন, দেব-দাকে হারানোর জন্য গোটা ইন্ডাস্ট্রি এক হয়েছে।' প্রসঙ্গত, ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ব্যোমকেশের এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে দেব ও রুক্মিণীকে। পুজোতেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'বাঘাযতীন'। অর্থাৎ বাঘাযতীন আর দশম অবতার মুক্তি পাবে এক সময়ে।
তবে, অনুরাগীরা যতই তুলনা করুন না কেন, স্বভাবচিত বন্ধুতার পথেই হেঁটেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় দশম অবতারের গোটা টিমের ছবি শেয়ার করে নিয়েছেন দেব নিজেই। তিনি লিখেছেন, 'পুরো ইন্ডাস্ট্রি! নিশ্চয়ই খুব বড় কিছু আসছে। হতেই হবে। ভীষণভাবে অপেক্ষা করছি। সব্বাই আমার খুব প্রিয়।'
Full Industry…now that’s going to b something big..Eagerly waiting for this one..All my fav in one ✌🏻 https://t.co/CBRHf78OYy
— Dev (@idevadhikari) July 20, 2023
কেবল নিজের নয়, চিরকালই সমস্ত বাংলা ছবিকে নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো দেবের স্বভাব। এমনকি নিজের ছবির সঙ্গে, একইসঙ্গে অন্য বাংলা ছবি মুক্তি পেলেও দেব সবসময় বার্তা দেন দুটি ছবিই দেখার জন্য। তাঁর ব্যোমকেশ ছবির প্রচারের সময়ও দেবের মুখে শোনা গিয়েছে 'চিনি ২'- ছবির কথাও। একাধিকবার তিনি বলেছেন, যে কোনও বাংলা ছবি দেখলে লাভ আমাদেরই। ইন্ডাস্ট্রিটা তো খুব ছোটো। মানুষ হলমুখী হচ্ছেন এটাই তো বড় বিষয়।
আরও পড়ুন: Satyam on New Film: জিৎ-রুক্মিণীর 'বুমেরাং' থেকে সরলেন সত্যম, নেপথ্যে বিতর্ক না অন্য কারণ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন























