Dev-Soumitrisha: নতুন ওয়েব সিরিজের জন্য শুভেচ্ছা পাঠালেন দেব, আপ্লুত সৌমিতৃষা
Dev on Soumitrisha Kundoo: সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার নতুন সিরিজের ট্রেলার শেয়ার করে তাঁকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেব
কলকাতা: তিনি দেবের সঙ্গে (Dev) কাজ করেছেন প্রথম ছবিতে। 'প্রধান'-এর নায়িকা হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। আর এবার, প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। আর নায়িকার এই নতুন কাজে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই শুভেচ্ছাবার্তা শেয়ার করে নিলেন উচ্ছ্বসিত সৌমিতৃষা। সঙ্গে সঙ্গে তিনি দেবকেও শুভেচ্ছা জানালেন 'খাদান'-এর জন্য।
সিরিজের প্রথমেই দেখা যায়, বনেদি বাড়িতে বধূ হয়ে আসে সৌমিতৃষা। কিন্তু এসেই সে বুঝতে পারে, তাঁর স্বামীর অন্য সম্পর্ক রয়েছে। কালরাত্রি-র দিন খুন হয়ে যায় তাঁর স্বামী। আর তারপরেই ঘুরে যায় তাঁর জীবনের মোড়। বাড়ির প্রত্যেকটা মানুষই যেন রহস্যময়। সবাই যেন কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে। পরিচারিকা বলছেন, বাড়ির প্রত্যেকেই নাকি খুন করতে পারেন। সত্যিটা কী? সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সৌমিতৃষা? সেই গল্পই দেখা যাবে 'কালরাত্রি'-তে।
সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার নতুন সিরিজের ট্রেলার শেয়ার করে তাঁকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেব। আর তাতেই আপ্লুত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেবের স্টেস্টাস শেয়ার করে নিয়েছেন তিনিও। সৌমিতৃষা লিখেছেন, 'অনেক ধন্যবাদ সুপারস্টার। আমার কাছে অনেক বড় প্রাপ্তি এটা। তোমাকেও খাদানের জন্য অনেক শুভেচ্ছা।' তারকার থেকে শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। একসময়ে যাঁর নায়িকা হয়ে প্রথমবার পা রেখেছিলেন পর্দায়, তাঁর কাছ থেকে নতুন ওয়েব সিরিজের জন্য শুভেচ্ছাবার্তা পেয়ে খুশিতে ভালছেন অভিনেত্রী।'
এই ওয়েব সিরিজটি নিয়ে সৌমিতৃষা বলছেন, 'আমি এমনই একটা সিরিজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যেহেতু এটা থ্রিলার, তাই সিরিজটায় অনেক জায়গা রয়েছে অভিনয়ের। আমায় নিজেকে ভাঙতে হয়েছে। দর্শকেরা এমন চরিত্রে আমায় আগে কখনও দেখেননি। আশা করি দর্শকদের সিরিজটা ভাল লাগবে।' সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলারটি শেয়ার করে নিয়ে লেখা হয়েছে, 'সানাইয়ের পরিবর্তে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, আর উলুর পরিবর্তে চিৎকার! আলতার বদলে আছে রক্ত, আর আত্মীয়দের মধ্যে রহস্য! দেবীর অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে।'
আরও পড়ুন: Vijay-Tamannaah: মুম্বইতে নতুন ঠিকানা খুঁজছেন বিজয়-তমন্না, আগামী বছরই সাত পাক?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।