এক্সপ্লোর
Advertisement
Sanjana Sanghi: প্রয়াত সুশান্তের ‘দিল বেচারা’র নায়িকা এবার জুটি বাঁধলেন কার সঙ্গে? দেখুন
ছবিতে বেশ কিছু অ্য়াকশন সিন আছে। তাই নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন, ট্রেনিং নিচ্ছেন বলে জানান তিনি।
মুম্বই: প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ‘দিল বেচারা’ ছবির নায়িকা হিসাবেই তাঁর পরিচিতি। তিনি সঞ্জনা সাঙ্ঘি। ইতিমধ্য়ে এই নামের সঙ্গে বেশ পরিচিত সিনেপ্রেমীরা। সুশান্তের শেষ ছবি দিল বেচারায় অভিনয় করেছিলেন তিনি। দিল বেচারার সেই ‘কিজি বসু’ এবার নতুন নায়কের গাঁটছড়া বেঁধেছেন । এবার আদিত্য় রায় কপূরের বিপরীতে দেখা যাবে সঞ্জনাকে। ছবির নাম ’ওম দ্য় ব্য়াটল উইদিন’। ছবির পরিচালক কপিল বর্মা। ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিও আহমেদ খান ও শাহরিরা খান।
নিজের নতুন ছবি নিয়ে উচ্ছসিত সঞ্জনা। এ প্রসঙ্গে সঞ্জনা বলেন, ’’কয়েক মাস ধরে অনেক গল্প শুনেছি। স্ক্রিপ্টও পড়েছি, তাতে আমার মনে হয়েছে এই ছবির মাধ্য়মে নতুন চ্য়ালেঞ্জ নিতে পারব। নতুন ছবির নিয়ে আমি খুব এক্সাইটেড।’’ ছবিতে বেশ কিছু অ্য়াকশন সিন আছে। তাই নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন, ট্রেনিং নিচ্ছেন বলে জানান তিনি।
জানা গিয়েছে, আগামী মার্চে সিনেমার শুটিং শেষ হবে। ছবির প্রযোজক আহমেদ খান জানান, দেশের পাশাপাশি বিদেশেও শুটিং হয়েছে। সঞ্জনাকে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে ছবিতে, জানিয়েছেন পরিচালক। এর আগে আদিত্য় রায় কপূরের ছবি রিলিজ করেছে ওটিটি প্ল্য়াটফর্মে। শেষ ছবি লুডো। স্পষ্টতই, নতুন জুটি নিয়ে আগ্রহী দর্শকরাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement