(Source: ECI/ABP News/ABP Majha)
বিতর্কিত সম্পত্তির মালিকানা ফিরে পেলেন দিলীপ কুমার, সায়রা বানু
মুম্বই: মুম্বইয়ে বান্দ্রার পালি হিলস অঞ্চলে বিতর্কিত সম্পত্তির অধিকার ফিরে পেলেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ও সায়রা বানু।
বৃহস্পতিবার, অভিনেতার সরকারি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই খবরটি জানান সায়রা বানু। তিনি লেখেন, যেখানে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি, আজ সেই সম্পত্তির দখল নিলাম আমি ও শাহাব (দিলীপ কুমার)।
https://twitter.com/TheDilipKumar/status/907642034747346944তিনি যোগ করেন, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের কাছে ওই সম্পত্তি ফিরিয়ে দিয়েছে। প্রবীণ অভিনেত্রী জানান, এই খবরে শাহাব ভীষণই খুশি। কিছু ছবি শেয়ার করলাম। যে সব বন্ধু ও ভক্তরা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, তাঁদের ধন্যবাদ।
[embed]https://twitter.com/TheDilipKumar/status/907642654229389312[/embed]খবর দেওয়ার পাশাপাশি, বাড়ির চাবি সহ একটি ছবি পোস্ট করেন সায়রা বানু। পাশে রয়েছে একটি বোর্ড, যাতে লেখা, এই সম্পত্তির মালিক ইউসুফ খান ওরফে দিলীপ কুমার।
ওই জমিতে নির্মাণ করার জন্য একটি ডেভেলপার সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন দিলীপ কুমার। সংস্থার তরফে তাঁদের ২০ কোটি টাকা জমা করতে বলা হয়। অভিযোগ, জমিতে কোনও নির্মাণ কাজ করেনি ওই সংস্থা। তারপরই, অভিনেতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।