Disney Layoffs: এবার ছাঁটাই বিনোদন সংস্থা 'ডিজনি'তে, চাকরি যেতে পারে প্রায় ৪০০০ কর্মীর
Disney Layoffs Update: বিনোদন সংস্থা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি মনোরঞ্জক কনটেন্ট হ্রাস করারও ঘোষণা করেছে এবং এটি 'হুলু' নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেই বিকল্পগুলিও বিবেচনা করছে।
নয়াদিল্লি: এবার কর্মী ছাঁটাই হবে এন্টারটেনমেন্ট (Entertainment) সংস্থা ডিজনিতেও (Disney)। এমনটাই খবর সূত্রের। একাধিক মিডিয়া সূত্রে খবর, বিনোদন জায়ান্ট ডিজনি, তার ম্যানেজারদের বাজেট কমানোর (budget cut) প্রস্তাব দিয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে ছাঁটাই করা কর্মীদের (employee lay off) তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে।
এবার কর্মী ছাঁটাই ডিজনিরও
ফের ছাঁটাইয়ের প্রকোপ। একাধিক বহুজাতিক সংস্থা ইতিমধ্যেই একাধিকবার কর্মী ছাঁটাই করে ফেলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'ডিজনি'ও। এতবার কর্মী ছাঁটাই বিশ্বের অর্থনৈতিক মন্দারই প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখনও যদিও পরিষ্কার করে জানা যায়নি যে 'ডিজনি' এক একবারে স্বল্প সংখ্যক কর্মী ছাঁটাই করবে নাকি হাজারো কর্মীর চাকরি একবারে যাবে। কিন্তু একাধিক সূত্র মারফত খবর, আগামী মাস অর্থাৎ এপ্রিলেই অন্তত ৪০০০ কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে সংস্থার তরফে। ৩ এপ্রিল ডিজনির বার্ষিক বৈঠকের আগেই এই পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে বলে খবর।
বিনোদন সংস্থা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি মনোরঞ্জক কনটেন্ট হ্রাস করারও ঘোষণা করেছে এবং এটি 'হুলু' নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেই বিকল্পগুলিও বিবেচনা করছে। 'হুলু' একটি স্ট্রিমিং পরিষেবা যা ডিজনির দুই-তৃতীয়াংশ এবং কমকাস্ট কর্পোরেশনের এক-তৃতীয়াংশ মালিকানাধীন। ফেব্রুয়ারি মাসে, সংস্থার সিইও বব আইগার ঘোষণা করেন ৭ হাজার কর্মী ছাঁটাই করা হবে কারণ ডিজনি কোম্পানির পুনর্গঠন, কনটেন্ট কমিয়ে এবং বেতন কমানোর মাধ্যমে বিলিয়ন ডলার বাঁচাতে চায়।
আরও পড়ুন: SBI Vs HDFC VS ICICI: ট্যাক্স সেভিং এফডিতে কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ? স্টেট ব্যাঙ্ক না এইচডিএফসি
অন্যদিকে, থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা। এবার বিশ্বের সামাজিক মাধ্যমের এই কোম্পানিতে চাকরি গেল ১০ হাজার কর্মীর। তবে এই প্রথমবার নয়। সংস্থা ইতিমধ্যেই ১১,০০০ কর্মী ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে ইতিমধ্য়েই মুখ খুলেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেছেন, 'আমরা আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এ ছাড়াও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।' এই তালিকায় নাম লেখিয়েছে টেলিকম হার্ডওয়্যার নির্মাতা এরিকসন। কোম্পানি জানিয়েছে, খরচ কমাতে বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। এই বিষয়ে কর্মচারীদের কাছে একটি নোটিস পাঠিয়েছ প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে এরিকসন সুইডেনে ১৪০০ কর্মী ছাঁটাই করেছে। যদিও কয়েকদিন না যেতেই বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কোম্পানির প্রধান কার্যনির্বাহী বোর্জে একহোলম কর্মীদের কাছে পাঠানো মেমোতে লিখেছেন, এই ছাঁটাই প্রক্রিয়া বিভিন্ন দেশে চলবে। ইতিমধ্যেই অনেক দেশে ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে।