Aditi Rao Hydari: সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার? সোজাসাপ্টা অদিতি রাও হায়দারি
Aditi Rao Hydari News: সম্প্রতি একটি সাক্ষাৎকারে অদিতির সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর ও অভিনেতা সিদ্ধার্থের নাম জড়িয়ে অনেক গুঞ্জনই কানে আসে।

কলকাতা: বলিপাড়ায় প্রেমের মরসুম। কোথাও তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, কোথাও আবার কেউ করছেন সম্পর্কের স্বীকারোক্তি। এবার কী সেই দলে নাম লেখালেন বলি সুন্দরী অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও? সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের কথা কি স্বীকার করে নিলেন তিনি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অদিতির সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর ও অভিনেতা সিদ্ধার্থের নাম জড়িয়ে অনেক গুঞ্জনই কানে আসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমি এখন কাজ করছি আর তাই আমি এসব দিকে নজর দিতে চাই না। মানুষ কথা বলবেই.. আপনি তাঁদের থামাতে পারবেন না। মানুষ যেটা করে আনন্দ পান, সেটা করবেন। আমি যেটা করে আনন্দ পাই সেটাই করছি। আমার এটা নিয়ে কোনও সমস্যা নেই। যতক্ষণ আমি ভাল পরিচালকের সঙ্গে কাজ করছি, ভাল কাজ পাচ্ছি, মানুষ আমায় দেখছেন, ভালবাসছেন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু নিয়েই সমস্যা নেই।"
বলিপাড়ায় গুঞ্জন, তেলুগু ছবি 'মহা সমুদ্রম' ('Maha Samudram')-এ অভিনয় করার সময় থেকেই সম্পর্কে জড়ান এই দুই তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজনে একসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভাইরাল গান 'টম টম'-এ নাচ করেছেন দুজনে। অনুরাগীরাও খুব পছন্দ করেন এই দুই অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দেখতে। কমেন্টবক্সে তাঁরাও উপচে দিয়েছেন ভালবাসা।
View this post on Instagram






















