(Source: ECI/ABP News/ABP Majha)
Top Entertainment News Today: 'মাদার্স ডে'-র গল্পে ডোনা, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিজিৎ! আজকের বিনোদনের সারাদিন
Top Entertainment News: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
কলকাতা: মাতৃদিবসে প্রথমবার প্রকাশ্যে আনলেন একরত্তি ছেলের ছবি। যাকে নিয়ে একসময়ে তুঙ্গে ছিল উত্তেজনা, যাকে একঝলক দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষও, মাতৃদিবসে প্রথমবার তারই ছবি সামনে আনলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ১২ মে, আন্তর্জাতিক মাতৃদিবসে প্রথমবার ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা। অন্যদিকে, তিনি গানের জন্য গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। কয়েক দশক ধরে রুপোলি পর্দা থেকে শুরু করে বিভিন্ন সিঙ্গলস্ অ্যালবাম.. তাঁর গান বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি যে গানের জন্যই ট্রেন্ড করবেন এটাই তো স্বাভাবিক। তবে হঠাৎই তিনি ট্রেন্ড করছেন অন্য এক কারণে। নাহ্ ভারতে নয়, মিশরের ইজিপ্টে! ব্যাপারটা ঠিক কী? আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত, জানেন ঈশানের ডাকনাম কী?
নুসরতের মা হওয়া নিয়ে জল্পনা, বিতর্কের পেরিয়ে গিয়েছে ৩ বছর। স্মৃতি ফিকে হয়। নুসরতকে নিয়ে বিতর্কও এই রীতির মধ্যেই পড়ে। একসময় যাঁর বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রে, বিয়ে, বিচ্ছেদ, মা হওয়া.. এই সবকিছু নিয়েই শিরোনামে থাকত নুসরত জাহানের নাম। সেই সময়ে কোনোদিন মুখ খোলেননি নুসরত। শক্ত হাতে কেবল নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। এখন নিজের জীবন নিয়ে থিতু নুসরত। যশের সঙ্গে সংসার করছেন চুটিয়ে। তবে একরত্তি সন্তানকে গত ৩ বছর ধরে আগলেই রেখেছিলেন নুসরত। তার কথা বললেও, সোশ্যাল মিডিয়ায় কখনও প্রকাশ্যে আনতে চাননি তাঁর ছবি। এমনকি একবার ছোট্ট ঈশানের ছবি শেয়ার করেও তা তিনি মুছে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। তবে, ঈশানের ছবি প্রকাশ্যে আনার জন্য, নুসরত বেছে নিলেন মাতৃদিবসকেই।
'এখনও ঘুম ভাঙে সানার রুটিন অনুযায়ী', 'মাদার্স ডে'-র গল্পে ডোনা
বছর দুয়েক হল, মেয়ে থাকছে লন্ডনে। কলকাতায় থাকলে, মায়ের মন তাই পড়ে থাকে মেয়ের কাছেই। এখনও মেয়ের রুটিন অনুযায়ী ঘুম ভেঙে যায় সকালে। আজ আন্তর্জাতিক মাতৃদিবস। সকালবেলা তাই বিশেষ এক কেক হাজির ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) বাড়িতে। পাঠালেন, মেয়ে সানা (Sana)। লন্ডন থেকে। বছর বাইশের সানা পড়াশোনা থেকে সাময়িক বিরতি নিয়ে এখন লন্ডনে কর্মরত। বিশেষ দিনে, নিজের মায়ের দিনটা আরও একটু বিশেষ করে তুলতেই এই উদ্যোগ সানার। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন ডোনা। একটি চকোলেট কেকের ওপরে লেখা, 'হ্যাপি মাদার্স ডে'। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'থ্যাঙ্ক ইউ সানা'।
বিয়েতে সাবেকি, রিসেপশনে ছকভাঙা সাজে আদৃত-কৌশাম্বী, অতিথি ছিলেন কারা?
বিয়ের দিন সাবেকি পোশাকে সেজেছিলেন তাঁরা। কিন্তু রিসেপশনে ছক ভাঙলেন নবদম্পতি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজেদের রিসেপশনের লুক শেয়ার করে নিয়েছেন তাঁরা। সাদার ওপর রুপোলি কাজের শেরওয়ানিতে সেজেছিলেন আদৃত। অন্যদিকে, কৌশাম্বী পরেছিলেন একই রঙের কম্বিনেশনে ঘেরওয়ালা লেহঙ্গা। তাঁদের রিসেপশনের লুক প্রকাশ্যে এসেছিল আগেই, তবে আজ সন্ধেয় নিজেরাই রিসেপশনের লুক শেয়ার করে নিয়েছেন আদৃত ও কৌশাম্বী। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দুজনে। খোলা চুলে মুক্তো আর পাথরের সাজ কৌশাম্বীর। মাঝখানে সিঁথি কেটে তাতে চওড়া সিঁদুর। হাসিমুখে কৌশাম্বি একহাতে গাল টিপে ধরে রয়েছেন আদৃতের। বরের মুখেও হাসি। কৌশাম্বীর হাতে শাখা-পলা, মুখে মুক্তোর মতো হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
ভারতে নয়, হঠাৎ ঈজিপ্টের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সঙ্গীতশিল্পী অভিজিৎ! কারণটা কিন্তু গান নয়...
তিনি গানের জন্য গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। কয়েক দশক ধরে রুপোলি পর্দা থেকে শুরু করে বিভিন্ন সিঙ্গলস্ অ্যালবাম.. তাঁর গান বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি যে গানের জন্যই ট্রেন্ড করবেন এটাই তো স্বাভাবিক। তবে হঠাৎই তিনি ট্রেন্ড করছেন অন্য এক কারণে। নাহ্ ভারতে নয়, মিশরের ইজিপ্টে! ব্যাপারটা ঠিক কী? বিষয়টা প্রকাশ্যে আসে গোটা বিষয়টা সঙ্গীতশিল্পী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর থেকে। অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)। মুম্বইবাসী এই সঙ্গীতশিল্পী কিন্তু আদতে বাঙালি। হঠাৎ, কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় চারটি ছবির একটি কোলাজ পোস্ট করে নেন অভিজিৎ। সেখানে তাঁর দুটো ছবি নিজের। কিন্তু অন্য দুটি ছবি? নাহ... অভিজিতের মতো দেখতে হলেও তিনি অভিজিৎ নন, তিনি মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। মিশরের নেটিজেনরাই নাকি মিল খুঁজে বের করেছেন অভিজিৎ ও প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুখের। আর সেই কারণেই, দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিভিন্ন বিষয় লিখতে থাকেন নেটিজেনরা। আর সেটা করতে করতেই, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিজিৎ ভট্টাচার্য্য। বিষয়টা প্রথমটা বিশ্বাস করতে চাননি খোদ শিল্পীও। পরে অবশ্য গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিজিৎ। শুধু তাই নয়, তিনি মজা করে লেখেন, 'আমার ইজিপ্টের অনুরাগীরা.. খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।'
আরও পড়ুন: Dona Ganguly : "সানাকে শুনতে হয়েছে, 'সৌরভের মেয়ে চাকরি করে কী হবে"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।