এক্সপ্লোর
Advertisement
অনুমতি না নিয়েই আত্মজীবনী, প্রকাশক-লেখককে আইনি নোটিস সঞ্জয় দত্তর
মুম্বই: অনুমোদনহীন আত্মজীবনীর জন্য লেখক ইয়াসির উসমান ও প্রকাশক সংস্থাকে আইনি নোটিস পাঠালেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আমি ওই প্রকাশক সংস্থা বা ইয়াসির উসমানকে আমার আত্মজীবনী লেখা ও প্রকাশ করার অনুমতি দিইনি। আমার আইনজীবী তাঁদের আইনি নোটিস পাঠান। জবাবে প্রকাশক সংস্থা জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এই বই লেখা হয়েছে। তবে সংবাদপত্রে এই বইয়ের যে অংশটুকু প্রকাশিত হয়েছে, তাতে বুঝতে পেরেছি, আমার পুরনো সাক্ষাৎকার কিছুটা আছে। কিন্তু বাকিটা উড়ো খবর। ন’য়ের দশকে বিভিন্ন ট্যাবলয়েড ও পত্রিকায় যে গুজব রটানো হয়েছিল, তার ভিত্তিতেই লেখা হয়েছে এই বই। আমি পরবর্তী পদক্ষেপের বিষয়ে আইনি দলের সঙ্গে আলোচনা করছি।’
I hope better sense will prevail and there will be no further excerpts that will hurt me or my family. My official autobiography will be out soon which will be authentic and based on facts. pic.twitter.com/iOiazTRc6n
— Sanjay Dutt (@duttsanjay) March 20, 2018
এর আগে রাজেশ খন্না ও রেখার অনুমোদনহীন আত্মজীবনী লিখেছেন প্রাক্তন সাংবাদিক উসমান। এবার তিনি ‘সঞ্জয় দত্ত: দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউডস ব্যাড বয়’ নামে বই লিখেছেন। এই বইয়ে সঞ্জয়ের জীবনের শুরুর দিকের বিভিন্ন ঘটনা, মাদকের নেশা, জেলে যাওয়ার মতো বিভিন্ন ঘটনার কথা রয়েছে বলে শোনা যাচ্ছে। এতেই আপত্তি জানিয়েছেন সঞ্জয়। তিনি বলেছেন, কিছুদিনের মধ্যেই সরকারিভাবে তাঁর আত্মজীবনী প্রকাশিত হবে। সেই বইয়ে আসল ঘটনাগুলির উল্লেখ থাকবে। তাই এই অনুমোদনহীন আত্মজীবনীর বিভিন্ন অংশ প্রকাশ করা যেন বন্ধ হয়।
ওই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের বইয়ের কথা জেনে সঞ্জয় দত্ত হতাশ হয়েছেন বলে খারাপ লাগছে। লেখক ইয়াসির উসমান একজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এবং বলিউড অভিনেতাদের বিষয়ে বিখ্যাত লেখক। তিনি সঞ্জয়ের ভক্ত ও তাঁর প্রতি সমব্যথী। ইয়াসির যত্নসহকারে বিষয়বস্তু ও সূত্র নির্বাচন করেছেন। তিনি সঞ্জয়, তাঁর পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ মহেশ ভট্টর বক্তব্যের উপরেই ভরসা করেছেন। যা লেখা হয়েছে, সেটা বহু বছর ধরেই সবার জানা। এই বইয়ের মাধ্যমে সঞ্জয়কে শ্রদ্ধা জানানো হয়েছে। তবে তাঁর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমরা এই বইয়ের আর কোনও অংশ সংবাদমাধ্যমে প্রকাশ করব না।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement