Ekta Kapoor Covid Positive: করোনায় আক্রান্ত একতা কপূর
সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী নীলম কোঠারি এবং আরও অন্যান্য বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করার ছবি শেয়ার করেছিলেন একতা কপূর। তারপরই তিনি জানালেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
মুম্বই: বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) এবং তাঁর স্ত্রী প্রিয়া করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন একতা কপূর (Ekta Kapoor)। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন বলিউড প্রযোজক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন একতা কপূর লেখেন, 'সমস্ত রকমের সতর্কতা নেওয়ার পরও আমার করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি সুস্থ আছি। আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যাঁরা ইতিমধ্যে আমার সংস্পর্শে এসেছেন, সকলে যেন দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেন।' সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রী নীলম কোঠারি এবং আরও অন্যান্য বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করার ছবি শেয়ার করেছিলেন একতা কপূর। তারপরই তিনি জানালেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন - Shah Rukh Khan: শাহরুখ খানের দেশের মানুষ হওয়ায় কী অভিজ্ঞতা হল অধ্যাপকের?
গত কয়েকদিনে বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কিংবদন্তি অভিনেতা কমল হাসান করোনায় আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা। এরপর একে একে তনিশা মুখোপাধ্যায়, করিনা কপূর খান, অর্জুন বিজলানি, অমৃতা অরোরা, সোহেল খানের স্ত্রী সীমা খান, মাহিপ কপূর, 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর করোনায় আক্রান্ত হন। আজই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাহাম। অফিসিয়াল বিবৃতিতে অভিনেতা লেখেন, 'দিন তিনেক আগে আমি এক ব্যক্তির সংস্পর্শে আসি। পরে জানতে পারি তিনি কোভিডে আক্রান্ত। আমি এবং প্রিয়া দুজনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমাদের দুজনেরই টিকাকরণ হয়ে গিয়েছে। সামান্য কিছু উপসর্গ রয়েছে আমাদের। প্রত্যেকে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন। আর অবশ্যই মাস্ক পরে থাকুন।'
বলিউড অভিনেত্রী নোরা ফতেহি, অর্জুন কপূর, রিয়া কপূর ও তাঁর স্বামী কর্ণ বুলানি, শিল্পা শিরোদকরেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে গত কয়েকদিনে। তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠুন।