Top Social Post: বিপাশার শরীরচর্চায় নয়া সঙ্গী, ছোটবেলার ছবি পোস্ট ওড়িশি শিল্পীর, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
মায়ের সঙ্গে শরীরচর্চায় মাতল খুদে দেবীও?
তিনি যে ফিটনেস ফ্রিক.. এক কথা সবাই জানেন। মা হওয়ার পরেও নিয়মিত শরীরচর্চা করেন তিনি। তবে সদ্য নাকি নিয়মিত শরীরচর্চা করতে পারছেন না অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। কী তার কারণ? সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, নিয়ম করে সকালে যোগা-ম্যাট পেতে শরীরচর্চা করছেন, বলা ভাল শরীরচর্চা করার চেষ্টা করছেন বিপাশা। আর মায়ের কোলের কাছে, মায়ের মতোই যোগাসনের ভঙ্গিতে রয়েছে ছোট্ট দেবী। শুধু তাই নয়, যোগা-ম্যাটে ঠিক কী লেখা রয়েছে, সেটাও সে মন দিয়ে পড়ার চেষ্টা করছে।
View this post on Instagram
পুরনো ছবি পোস্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের
একেবারে ছোট্টবেলা থেকেই তাঁর সঙ্গী ছিল নাচ। বসয় বেড়েছে, সেই নৃত্যই হয়ে উঠেছে তাঁর পেশা ও নেশা। সোশ্যাল মিডিয়ায় সদ্য, নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন এই নৃত্যশিল্পী। সঙ্গে রয়েছেন তাঁর গুরু। এই ছবি ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-র। যাঁর অন্যতম আরও একটি পরিচয় হল, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে নিয়েছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, 'আমার গুরুজীর সঙ্গে অল্পবয়সের আমি।' এই ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, 'আগে আমি মনে করতাম, সানাকে (সৌরভ-ডোনার কন্যা) সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেখতে। তবে এই ছবিটা দেখার পরে মত বদলালাম। সানাকে একেবারেই আপনার মতো দেখতে।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।