Exclusive Interview: অফস্ক্রিন বন্ধুত্ব কতটা জমে উঠল অনস্ক্রিনে?'বোধন' নিয়ে জমাটি আড্ডায় ঋতব্রত-ঐশ্বর্য
'উৎসবের পরে'র পর ফের জুটি বাঁধলেন ঐশ্বর্য সেন এবং ঋতব্রত মুখোপাধ্যায়
রোশনি শর্মা, কলকাতা: ইতিমধ্য়েই ওটিটি প্ল্য়াটফর্ম ক্লিকে মুক্তি পেয়েছে পরিচালক সায়ন বসুর শর্টফিল্ম 'বোধন'। ছবির দুটি মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্য়ায় ও ঐশ্বর্য সেন। ছবিতে ঋতব্রতর চরিত্রের নাম উজান ও ঐশ্বর্যর নাম উমা। উজান ও উমার বন্ধুত্ব ও প্রেমই এই গল্পের প্রেক্ষাপট। তবে ছোটগল্পের মত এই শর্টফিল্মেও থেকে যায় শেষ না হওয়ার রেশ। সম্প্রতি এবিপি লাইভের এক্লক্লুসিভ আড্ডায় ঋতব্রত-ঐশ্বর্য ভাগ করে নিলেন ছবি নিয়ে তাদের যাবতীয় অভিজ্ঞতার কথা। কথায় কথায় উঠে এল তাদের অফস্ক্রিন বন্ধুত্বের রসায়নও।
আরও পড়ুন; একে অপরকে চেনার ১১ বছর, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ মিমির
নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছিলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্য়েই সাধারণের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি ঐশ্বর্য সেনও ছোটপর্দা ও বড়পর্দায় বেশ কিছু কাজ করে ইতিমধ্য়েই নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। এবিপি লাইভের এক্লক্লুসিভ আড্ডায় ঋতব্রত জানান, কাজের বাইরে গিয়েও যেহেতু দুজনের মধ্য়ে বন্ধুতের সম্পর্ক খুব দৃঢ়, তাই অনস্ক্রিনের সেই রসায়নটা ফুটে ওঠে। পাশাপাশি তিনি আরও জানান, বোধনের শুটিং হয়েছিল মহলয়ার দিন। আর এই বিশেষ দিনে শুটিং করার কারণে মজাও হয়েছে অনেক বেশি।
আরও পড়ুন; শিশুদিবসে ইউভানের ছবি শেয়ার করে আবেগঘন শুভশ্রী
আলাপচারিতায় উঠে এলে পরিচালক সায়ন বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও। প্রায় একই সঙ্গে ঋতব্রত ও ঐশ্বর্য জানান, তাদের দুজনের অভিজ্ঞতাই খুব ভালো। ঋতব্রত জানান, সায়ন সিনেমার টেকনিক্য়াল দিকে খুবই সচেতন ও অভিনেতাদের কাছ থেকে কী চায় সেই বিষয়েও বেশ পরিস্কার। তাই সায়নের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। পাশাপাশি ঐশ্বর্য সায়নের সঙ্গে এটিই তার প্রথম কাজ, এবং কাজ করে তিনি বেশ খুশি।