Manobjomin First Look: নিজের আগামী ছবির 'যার জাঁ লুক' পোস্ট করলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
Manobjomin First Look: পরিচালনায় হাত দিয়েছেন খ্যাতনামা লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন ছবির পাঁচ চরিত্রের প্রথম লুক।
কলকাতা: খ্যাতনামা লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যে কলমের বদলে এবার হাতে তুলছেন ক্যামেরা সে কথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশিত হল সেই ছবি 'মানবজমিন'-এর পাঁচ প্রধান চরিত্রের প্রথম লুক। নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করলেন সেই ছবি। সঙ্গে চমৎকার ক্যাপশন, 'যার জাঁ লুক'।
ছবিতে পাঁচ চরিত্রের বিশেষ লুক ধরা পড়েছে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়ঙ্কা সরকার। সাদা শার্ট-প্যান্টে কর্পোরেট লুকে পরমব্রত, অন্যদিকে ঘাড় পর্যন্ত কোঁকড়া চুল, কমলা শাড়িতে একেবারে ভিন্ন লুকে প্রিয়ঙ্কা। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাচ্ছে বর্ষীয়াণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে, তাঁর আবার লম্বা সাদা দাড়ি। এছাড়া নীল সানগ্লাসে খরাজ মুখোপাধ্যায় ও ছোট চুলে অপরাজিতা ঘোষ দাস। লুক পোস্ট হতেই তা ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। অনুরাগীরা তো বটেই, লুক দেখে সিনেমার জন্য উৎসাহিত টলি তারকারাও।
ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে সেই খবরও দেওয়া হয়েছিল আগেই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টে কমেন্ট করেছেন ছবির প্রযোজক রানা সরকার নিজেই। পরিচালকের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'সৃজিতের লুক দেবে না?' তাঁর প্রশ্নে অবশ্য মজা করে পরিচালক লিখেছেন 'ওটা লুক্কায়িত'।
পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই জানান, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়।
'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?' মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে বলেও জানান তিনি।