Fawad Khan: ৮ বছর পরে ফিরছেন, কেন বলিউড থেকে নিষিদ্ধ করা হয়েছিল ফাওয়াদ খানকে?
Fawad Khan in Bollywood: তবে বলিউডের ছবি হলেও, শোনা যাচ্ছে ভারতে এই ছবির শ্যুটিং হবে না। গোটা শ্যুটিংটাই হবে দুবাই ও লন্ডনে
কলকাতা: বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)। 'অ্যায় দিল হ্যায় মুশকিল' (Ae Dil Hai Mushkil) ছবির পরে বলিউডে নিষিদ্ধ হয়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পরে, শোনা যাচ্ছে বাণী কপূরের (Vaani Kapoor) সঙ্গে জুটি বেঁধে বলিউডের ছবিতে দেখা যাবে ফাওয়াদ খানকে। এই ছবির পরিচালনা করছেন, আরতি বাগড়ি। একজন শেফের চরিত্রে দেখা যাওয়ার কথা ফাওয়াদকে। এখনও প্রকাশ্যে আসেনি বাণী কপূরের চরিত্র।
তবে বলিউডের ছবি হলেও, শোনা যাচ্ছে ভারতে এই ছবির শ্যুটিং হবে না। গোটা শ্যুটিংটাই হবে দুবাই ও লন্ডনে। ইংল্যান্ডে বসবাসকারী একজন শেফের চরিত্রে দেখা যাওয়ার কথা ফাওয়াদকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। খুব তাড়াতাড়িই শ্যুটিং শুরু হয়ে যাবে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল'। সেই বছরই উরি হামলার জেরে ভারতে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সমস্ত শিল্পীরা। সেই তালিকায় নাম ছিল ফাওয়াদেরও। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি ফাওয়াদ সহ পাকিস্তানের অন্যান্য শিল্পীরা।
অন্যদিকে, এর আগেও একাধিকবার, একাধিক ইন্টারভিউতে ফাওয়াদ বলেছিলেন, কাজ বন্ধ থাকলেও, বলিউড শিল্পীদের সঙ্গে তাঁর কখনোই যোগাযোগ বন্ধ ছিল না। ভাল যোগাযোগ থাকা বন্ধুদের মধ্যে কর্ণ জোহর ও শকুন বাত্রার নাম নিয়েছেন ফাওয়াদ। বলিউডের অন্যান্য শিল্পীদের সঙ্গেও নাকি ফোনে বা মেসেজে যোগাযোগ রয়েছে ফাওয়াদের। তাঁদের সঙ্গে দেখাও হয় ফাওয়াদের।
রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিতে দেখা যাবে ফাওয়াদ ও বাণী কপূরকে। দুই মানুষ, যাঁরা ভিতর থেকে ভেঙে গিয়েছেন, ভাগ্যের ফেরে তাঁদের একসঙ্গে হওয়ার গল্প বলবে এই ছবি। একে অপরকে সাহায্য করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ার গল্প দেখা যাবে এই ছবিতে, খবর এমনই। 'ইস্টউড স্টুডিওস'-এর প্রথম আন্তর্জাতিক কোলাবোরেশনের ছবি এটি, এখনও প্রকাশ্যে আসেনি ছবির নাম।
View this post on Instagram
আরও পড়ুন: Vicky Kaushal: সহজ ছিল না খ্যাতি, কেরিয়ারের শুরুতে জেলও খেটেছেন ভিকি কৌশল!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।