Feluda Web Series: গোয়েন্দাগিরি এবার ভূস্বর্গে, 'ফেলুদা' টোটাকে নিয়ে জানুয়ারিতেই কাশ্মীর পাড়ি সৃজিতের
Feluda Web Series Update: সৃজিত জানিয়েছেন, সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে জানুয়ারিতে। অর্থাৎ আগামী বছর ফের গোয়েন্দাগিরি করতে নতুন গল্প নিয়ে হাজির হবেন ফেলুদা।
কলকাতা: ফের ফেলুদার গোয়েন্দাগিরি। তবে এবার কাশ্মীরে (Kashmir)। 'হইচই সিজন ৬' -এ (Hoichoi Season 6) ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজের। এদের মধ্যে একটি হল 'ভূস্বর্গ ভয়ঙ্কর' (Bhuswargo Bhoyongkar)। এর আগে হইচইতে মুক্তি পেয়েছিল 'ফেলুদার গোয়েন্দাগিরি'। গল্পে এই ঘটনার হাত ধরেই শুরু হয়েছিল ফেলুদার গোয়েন্দাগিরির। গল্পের জায়গা ছিল দার্জিলিং।
এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)-র হাত ধরেই ফের একবার পাহাড়ে ফেলুদা। তবে এবার ভূস্বর্গে। ফেলুদার নতুন সিজন আসতে চলেছে সেই আভাস আগেই দিয়েছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এবারেও ফেলুদার ভূমিকায় দেখা যাবে তাঁকেই। ফেলুদা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন টোটা।
আরও পড়ুন: Isha and Paayel: 'হ্যালো'-তে এবার ইশা-পায়েলের রসায়ন, জানুয়ারিতে আসছে 'ইন্দু ২'
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র বললে যাঁদের কথা মাথায় আসে তাঁরা হলেন লালমোহন গাঙ্গুলী (Laalmohan Ganguly) ও তোপসে। এই দুই চরিত্রে আগের মতোই দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও কল্পন মিত্র (Kalpan Mitra)-কে।
View this post on Instagram
সৃজিত জানিয়েছেন, সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে জানুয়ারিতে। অর্থাৎ আগামী বছর ফের গোয়েন্দাগিরি করতে নতুন গল্প নিয়ে হাজির হবেন ফেলুদা।
View this post on Instagram