এক্সপ্লোর
'জিরো'-র সেটে আগুন, নিরাপদে শাহরুখ, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই

মুম্বই: মুম্বই ফিল্ম সিটিতে শাহরুখ খান অভিনীত 'জিরো' সিনেমার সেটে আগুন। ওই সময় সেটে হাজির ছিলেন শাহরুখ। তিনি নিরাপদেই রয়েছেন। পরে তিনি সেট ছাড়েন। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই বলে পুলিশের ডেপুটি কমিশনার বিনয় রাঠোর জানিয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিদ্যুতের তার, সরঞ্জাম, আলো, শ্যুটিংয়ের যন্ত্রপাতি, দড়ি ও পর্দায় আগুন লাগে। তবে সেই আগুন ছড়িয়ে পড়েনি। স্টুডিওর বাইরে থেকে ধোঁয়া দেখা যায়। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। শাহরুখ খানের এই সিনেমা আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে। সেটে সিনেমার প্রোমোশন সংক্রান্ত ভিডিও-র শ্যুটিংয়ের কাজ চলার সময় অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স


















