জাহ্নবী কপূরের বহু প্রতিক্ষীত ‘গুঞ্জন সক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমার প্রথম পোস্টার সামনে এল। মোট তিনটি পোস্টার রিলিজ হয়েছে। একটি পোস্টারে জাহ্নবী ও পঙ্কজ ত্রিপাঠীকে দেখা গিয়েছে। সিনেমায় গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী। সিনেমার প্রথম পোস্টারে জাহ্নবীকে কাগজের উড়ো জাহাজ হাতে দেখা গিয়েছে। আর পোস্টারে জাহ্নবীর চোখেমুখে খুশির আমেজ নজর এড়ায় না। পোস্টারের ক্যাপশনে লেখা- ‘মেয়েরা পাইলট হয় না’। এই পোস্টার রিলিজ করে লেখা হয়েছে, ‘ওকে বলা হয়েছিল যে, মেয়েরা আকাশে উড়তে পারে না। কিন্তু ও নিজের পায়ে দাঁড়িয়ে আকাশে উড়ানের সিদ্ধান্ত নেয়’।
2/3
দ্বিতীয় পোস্টারে গুঞ্জনের চরিত্রাভিনেত্রী জাহ্নবী কপূরকে পাইলটের পোশাকে দেখা গিয়েছে। পোস্টারে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে, আরও কয়েকজন পাইলটকে। পোস্টারের ক্যাপশনে লেখা- ভারতের প্রথম মহিলা বায়ুসেনা আধিকারিক যিনি যুদ্ধে যোগ দিয়েছেন।
3/3
তৃতীয় পোস্টারে বাবা ও মেয়ের সম্পর্কের বন্ধন তুলে ধরা হয়েছে। পোস্টারে দেখা গিয়েছে জাহ্নবী ও পঙ্কজ কপূরকে। পোস্টারে ক্যাপশনে লেখা- ‘আমার মেয়ের উড়ান কেউ রুখতে পারে না’। উল্লেখ্য, ‘গুঞ্জন সক্সেনা: দ্য কার্গিল গার্ল’ একটি বায়োপিক। গুঞ্জন সক্সেনা দেশের প্রথম মহিলা পাইলট হিসেবে যুদ্ধবিমান চালিয়েছিলেন। তাঁর জীবনের ঘটনা অবলম্বনেই এই সিনেমা। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধের সময়ও রণাঙ্গনে ছিলেন গুঞ্জন। সিনেমার পরিচালনা করছেন শরণ শর্মা। আগামী বছর ১৩ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।