এক্সপ্লোর
নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, চার্জশিট গায়ক রেমো ফার্নান্ডেজের বিরুদ্ধে

মুম্বই: বিপাকে পপ তারকা রেমো ফার্নান্ডেজ। এক নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে পুলিশ। গত বছর, ১৫ ডিসেম্বর গোয়ায়, রেমোর ছেলের গাড়ির ধাক্কায় মেয়েটি আহত হয় বলে অভিযোগ। অভিযোগকারী বালিকা মহারাষ্ট্রের মালভানের বাসিন্দা। ঘটনার দিন এক উৎসবে যোগ দিতে ওল্ড গোয়া চার্চ কমপ্লেক্সের দিকে হেঁটে যাচ্ছিল সে। অভিযোগ, তখন রেমোর ছেলের গাড়ির ধাক্কায় সে রীতিমত জখম হয়। পানাজির কাছে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে রেমো তার সঙ্গে দেখা করতে আসেন। দুজনের তর্কাতর্কি হয়, তখন রেমো মেয়েটির প্রতি আপত্তিকর শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ। গোয়া চিলড্রেনস অ্যাক্টে রেমোর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গোয়ায় শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিশেষ আইন রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















