এক্সপ্লোর
Advertisement
রুপোলি পর্দায় জুটি বাঁধছেন রাজকুমার-জাহ্নবী, দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী-কন্যা
মুম্বই: বলিউডের রুপোলি পর্দায় আসতে চলেছে নতুন জুটি। ‘ধড়ক’- এর নায়িকা জাহ্নবী কপুরকে এবার দেখা যাবে রাজকুমার রাও-এর বিপরীতে। ছবির নাম, ‘রুহ্-আফজা’।
চলতি বছরের জুন মাসে শ্যুটিং শুরু হবে ‘রুহ্-আফজা’-র। ২০২০ তে অর্থাৎ আগামী বছর ২০ মার্চ মুক্তি পাবে ছবিটি। চিত্র সমালোচক তরণ আদর্শ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সিনেমা সংক্রান্ত খবর শেয়ার করেন। ছবিটি নির্দেশনা করছেন হার্দিক মেহেতা। প্রযোজনা করছেন দীনেশ মেটা ও মৃগদীপ সিংহ লম্বা।
জাহ্নবী ও রাজকুমার ছাড়াও ছবিতে দেখা যাবে ‘ফুকরে’ তারকা বরুণ র্শমাকে। সূত্রের খবর, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী কপুর। তার দুই চরিত্রের নাম রুহি ও আফসানা।Janhvi Kapoor joins Rajkummar Rao and Varun Sharma in #RoohAfza... Directed by Hardik Mehta... Produced by Dinesh Vijan and Mrighdeep Singh Lamba... Shoot begins in June 2019... 20 March 2020 release... Official announcement: pic.twitter.com/A7zPqQP6h4
— taran adarsh (@taran_adarsh) March 29, 2019
‘স্ত্রী’-এর পর এটি রাজকুমারের দ্বিতীয় ‘কমেডি-হরর’ ছবি। ছবিতে একজন দুষ্কৃতীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ এর আগে বেশ জনপ্রিয় হয়েছিল। রাজকুমার সহ ছবির বিভিন্ন কলাকুশলীরা পুরষ্কৃত হয়েছিলেন। ‘রুহ্-আফজা’-র চিত্রনাট্য লিখেছেন মৃগদীপ সিংহ লম্বা ও গৌতম মেটা। ‘স্ত্রী’ ও ‘মেড ইন চায়না’ –র পর এই নিয়ে তৃতীয় বার জুটি বাঁধলেন রাজকুমার রাও ও দীনেশ মেটা। ‘রুহ্-আফজা’ ছাড়াও আগামী দিনে ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবিতে কঙ্গমা রানওয়াতের বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়াও ‘মেড ইন চায়না’ ছবিতে মৌনী রায়ের সঙ্গে অভিনয় করছেন তিনি। বর্তমানে ভারতের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার গুঞ্জন সাক্সেনার বায়োপিকে কাজ করছেন জাহ্নবী কপুর। কর্ণ জোহর পরিচালিত ‘তক্ত’ –এ করিনা কপুর, রনবীর সিংহ, আলিয়া ভট্টের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকেও।All set to bring to you this perfect mixture of horror and comedy, #RoohAfza! ???? #JanhviKapoor @VarunSharma90 #DineshVijan #HardikMehta @mriglamba #GautamMehra @MaddockFilms @JIOCinema pic.twitter.com/KUHqFT6KvJ
— Rajkummar Rao (@RajkummarRao) March 29, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement