এক্সপ্লোর
Advertisement
আদালতে যৌনপল্লীর মালকিনের ছেলে, আইনি জটে বনসালি, আলিয়ার ছবি ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’
'দি মাফিয়া কুইনস অব মুম্বই' বইটির কিছু অংশ অবমাননাকর, ব্যক্তি স্বাধীনতা ও আত্মসম্মান লঙ্ঘনের সামিল বলে দাবি করেছেন বাবুজি। বইটি ছাপা ও বিক্রির উপর চিরকালের নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন তিনি। ওই অংশগুলি বই থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন তিনি, সিনেমা তৈরির কাজ বন্ধের আর্জিও জানিয়েছেন।
মুম্বই: আইনি জটে জড়াচ্ছে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। যৌনপল্লীর মালকিন গাঙ্গুবাঈয়ের জীবনকে আশ্রয় করে ছবি বানাচ্ছেন বনশালি। ‘দি মাফিয়া কুইনস অব মুম্বই’ নামে একটি বইয়ের কাহিনিকে ভিত্তি করে ছবিটি তৈরি হচ্ছে। এক সাংবাদিকের গবেষণাধর্মী কাজের উপর ভিত্তি করে বইটি লিখেছেন হুসেন জাইদি। কিন্তু ছবি ও সেই বইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি রাওজি শাহ। তাঁর অভিযোগ, এই ছবি ও সিনেমার বেশ কিছু অংশ আপত্তিজনক ও অসম্মানজনক। তিনি অবিলম্বে ছবির কাজ বন্ধের দাবি করে তিনি মামলা ঠুকেছেন বনশালী, ছবির অভিনেত্রী আলিয়া ভট্ট ও কয়েকজনের বিরুদ্ধে।
কামাথিপুরা যৌনপল্লীর মালকিন গাঙ্গুবাঈকে নিয়ে তৈরি ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া। 'দি মাফিয়া কুইনস অব মুম্বই' বইটির কিছু অংশ অবমাননাকর, ব্যক্তি স্বাধীনতা ও আত্মসম্মান লঙ্ঘনের সামিল বলে দাবি করেছেন বাবুজি। বইটি ছাপা ও বিক্রির উপর চিরকালের নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন তিনি। ওই অংশগুলি বই থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন তিনি, সিনেমা তৈরির কাজ বন্ধের আর্জিও জানিয়েছেন।
বাবুজির আইনজীবী নরেন্দ্র কুমার জানিয়েছেন আগামী সপ্তাহে ছবি নির্মাতাদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনতে চলেছেন তাঁরা। মুম্বইয়ের দায়রা আদালতে গত মঙ্গলবার মামলার প্রথম শুনানি ছিল। ৭ জানুয়ারির মধ্যে প্রযোজক ও পরিচালককে এ নিয়ে উত্তর দিতে হবে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বনসালির সঙ্গে আলিয়ার প্রথম কাজ। এর আগে একবার কথা হলেও তা আর এগোয়নি। কিছুদিন আগেই অতিমারি আবহে ছবির কাজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন আলিয়া। জানিয়েছিলেন, অতিমারির জন্য অনেক বিধি-নিষেধ নিয়ে কাজ করতে হচ্ছে। সকলেই খুব সতর্ক থাকছেন । আলিয়া বলেছিলেন, ’’ এটাই নিউ নরম্যাল। সেটা মেনে নিয়েই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।‘‘
সেপ্টেম্বরে ছবি মুক্তির কথা ছিল। কিন্তু অতিমারির জন্য তা পিছিয়ে যায়। আগামি বছরের কোনও সময় মুক্তি পেতে পারে এই ছবিটি। তবে আইনি জট কাটিয়ে ছবি মুক্তির পথে এগোতে পারে কিনা তা স্পষ্ট হবে আর কিছু সময় পর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement