Top Entertainment News Today: প্রকাশ্যে 'বস্তার-দ্য নকশাল স্টোরি'র টিজার, ঘর ভাঙল এষা-ভরতের, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: প্রকাশ্যে এল সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'বস্তার - দ্য নকশাল স্টোরি' ('Bastar - The Naxal Story') ছবির টিজার (Official Teaser Out)। জল্পনায় সিলমোহর, ঘর ভেঙেছে এষা দেওল ও ভরত তখতানি (Esha Deol and Bharat Takhtani Divorce)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে কড়া জবাব কঙ্গনার
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' (Animal) ছবির সমালোচনা করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সেই প্রসঙ্গে পরিচালক বলেন, 'কুইন ছবিতে ওঁর (কঙ্গনা) অভিনয় আমার সত্যিই ভাল লেগেছিল। এছাড়া আরও অনেক ছবিতেই ওঁর অভিনয় ভাল লাগে। তাই অ্যানিমাল সম্পর্কে উনি কোনও নেতিবাচক মন্তব্য করলে, আমি খারাপ ভাবে নেব না। ওঁর কথায় ক্ষুব্ধও হচ্ছি না...ওঁর কাজ দেখেছি। তাই খারাপ লাগছে না।' শুধু তাই নয়। তিনি যে কঙ্গনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক, সে কথাও রাখঢাক না করেই জানিয়েছিলেন। এর উত্তরে কঙ্গনা এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, 'সমীক্ষণ এবং সমালোচনা এক জিনিস নয়। সব ধরনের আর্টেরই সমীক্ষণ হওয়া দরকার। এটাই স্বাভাবিক। যে ভাবে আমার সমীক্ষণ শুনে সন্দীপজি হেসে তাঁকে সম্মান জানালেন, তাতে মনে হল, উনি শুধু পুরুষ-প্রধান ছবিই বানান না। ওঁরা মেজাজটাও অনেকটাই পৌরুষপূর্ণ। ধন্যবাদ। তবেদয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্র দেবেন না। তা হলে আপনার আলফা মেল চরিত্রগুলি নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে। আপনি ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ইন্ডাস্ট্রির আপনাকে দরকার।'
প্রকাশ্যে 'বস্তার-দ্য নকশাল স্টোরি'র টিজার
প্রকাশ্যে এল 'বস্তার - দ্য নকশাল স্টোরি' (Bastar - The Naxal Story) ছবির অফিসিয়াল টিজার (Official Teaser Out)। মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদাহ্ শর্মা (Adah Sharma)। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির টিজার পোস্ট করেন অভিনেত্রী। পরিচালনায় সুদীপ্ত সেন। ফের একসঙ্গে কাজ করছেন বিপুল অম্রুতলাল শাহ্ (Vipul Amruthlal Shah) ও সুদীপ্ত সেন (Sudipto Sen)। প্রযোজক ও পরিচালকের এই জুটি এর আগে তৈরি করেছিলেন 'দ্য কেরালা স্টোরি'। যা নিয়ে বিপুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রসঙ্গত সেই ছবির মতোই এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদাহ্ শর্মাকে। 'বস্তার - দ্য নকশাল স্টোরি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ মার্চ। মিনিট খানেক ব্যাপী এই টিজারে দেখা যাচ্ছে আদাহ্ শর্মার স্বগোতক্তি। ছবিতে তাঁকে আইপিএস অফিসার নীরজা মাধবনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির প্রেক্ষাপটের সঙ্গে পরিচয় করাবে এই স্বগোতক্তি। সত্যি ঘটনাপ্রবাহ অবলম্বনে তৈরি এই ছবি, দাবি নির্মাতাদের।
বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন এষা-ভরত
জল্পনার অবসান। যৌথ বিবৃতিতে (joint statement) বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী এষা দেওল (Esha Deol) ও ভরত তখতানি (Bharat Takhtani)। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাতেই সিলমোহর দিলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা। এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, বিবৃতিতে অভিনেত্রী বলেছেন, 'আমরা যৌথভাবে ও বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের পরিবর্তনের এই সময়ে, আমাদের একমাত্র নজর রাখার বিষয় আমাদের দুই সন্তানের ভাল থাকা ও তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। আমাদের গোপনীয়তাকে সম্মান জানানো হবে আশা করছি।'
মৃত্যুবার্ষিকীতে লতা মঙ্গেশকরকে স্মরণ সচিনের
দেশের গর্ব তাঁরা। একজন সঙ্গীতশিল্পী ও একজন ক্রিকেটার। একজন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও দ্বিতীয়জন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আজকের দিনে তিন বছর আগে প্রয়াত হয়েছিলেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুবার্ষিকীতে এবার সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার। এটা কারও অজানা নেই যে লতাকে নিজের মায়ের মত ভালবাসতেন সচিন। লতাও সচিনের ব্যাটিংয়ের ভক্ত ছিলেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন লতা। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, 'লতা দিদি তাঁর বর্ণময় কেরিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ডিং করেছেন। আমার মনে হয় কোনও মানুষ সারা জীবনে এত গান শোনেও না, যতগুলিতে তিনি তাঁর মধুর কণ্ঠ দিয়েছিলেন। ওঁর কৃতিত্বের কথা বললে শেষ করা যাবে না। আজ হয়ত উনি আমাদের সঙ্গে নেই, কিন্তু উনি আমাদের সব ভারতের হৃদয় ও জীবনের সঙ্গে আজীবন রয়ে যাবেন। লতা দিদি হলেন ভারতের কণ্ঠ। পূন্য তিথিতে ওনাকে স্মরণ করছি।'
হৃত্বিক-দীপিকার 'ফাইটার'কে আইনি নোটিস
আইনি বিপাকে জড়াল হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'ফাইটার' (Fighter)। দুই মুখ্য তারকার চুম্বন দৃশ্যের (kissing scene) কারণে আইনি নোটিস (legal notice) পাঠানো হল নির্মাতাদের। সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের আবহে। এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক অফিসার, উইং কমান্ডার সৌম্যদীপ দাস, এই আইনি নোটিস পাঠিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, নোটিসে বলা হয়েছে, 'IAF ইউনিফর্ম কেবলমাত্র একটি পোশাক নয়, এটি কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অটল অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতীক।' নোটিসের বিষয়বস্তুতে লেখা ছিল, 'ভারতীয় বায়ুসেনা বাহিনী এবং এর অফিসারদের মানহানি, অপমান এবং নেতিবাচক প্রভাবের জন্য আইনি নোটিস।'
আরও পড়ুন: SRK-Yash: KGF তারকা যশের 'টক্সিক' ছবিতে ক্যামিও চরিত্রে শাহরুখ খান?
ওটিটিতে মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'
বলিউডের শাহেনশাহ্ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ও প্রতিভাবান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। একসঙ্গে 'ব্ল্যাক' (Black) ছবিতে ঝড় তুলেছিলেন তাঁরা। এবার সেই আইকনিক ছবি এসে পৌঁছেছে সিনেপ্রেমীদের হাতের মুঠোয়। ছবি মুক্তির প্রায় ২ দশকের মাথায় এসে, 'ব্ল্যাক' মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। উচ্ছ্বসিত অভিনেত্রী। ডিজিট্যাল প্ল্যাটফর্মে সফর শুরু করল 'ব্ল্যাক'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে (Netflix) গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'। অমিতাভ-রানির ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে এই ডিজিট্যাল যাত্রা শুরু হল তাদের। সঞ্জয় লীলা ভনশালি পরিচালনা করেছিলেন এই ছবির। দীর্ঘ ২ দশক পরে, আজও দর্শক একইভাবে ভালবেসে চলেছেন এই ছবিটিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।