Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: প্রকাশ্যে এল 'ভটভটি'র মোশন পোস্টার ও প্রথম গান। ছেলের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ভারতী সিংহ। ফের হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
রাহুলের প্রথম পরিচালনায় ঋত্বিক-সোহিনী জুটি
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) নতুন ছবির নায়ক নায়িকা কি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)? নতুন ছবি 'কলকাতা ৯৬' -এর চিত্রনাট্য পড়ার ছবি শেয়ার করে নিলেন নতুন পরিচালক রাহুল। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অবশ্য ঋত্বিক ধোঁয়াশা বজায় রাখলেন। দর্শকদের কাছে প্রশ্ন রাখলেন, 'আমার পরের ছবি কলকাতা-96। আমাদের চার জনের মধ্যে কে পরিচালক জানেন?' তবে রাহুল যে নতুন ছবি পরিচালনা করছেন, সেই কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর রাহুলের ছবিতে প্রথমবার অভিনয় করছেন ছেলে সহজ (Sohoj)।
'ভটভটি' প্রসঙ্গে পরিচালকের মন্তব্য
মুক্তি পেয়েছে 'ভটভটি' ছবির মোশন পোস্টার (Motion Poster)। প্রকাশ্যে এসেছে 'ভটভটি'র প্রথম গানও। 'জলপরীর গান'ও (Jolparir Gaan) সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। মোশন পোস্টার প্রসঙ্গে তথাগত বলেন, 'আমাদের মোশন পোস্টার বোঝায় হিংসার মৃত্যু, এবং ভালবাসা ফুটছে ফুল হয়ে জলের তলায়। আধুনিক রূপকথা হলেও রূপকথা মানেই তো তাতে রূপক থাকবে। আর সেটাই আমাদের মোশন পোস্টারে ধরার চেষ্টা করা হয়েছে। এই রূপকই সিনেমার গোটা গল্পকে তুলে ধরে।'
'দেবদাস' ছবির দুই দশক পার
১৯১৭ সালে প্রকাশিত উপন্যাসের ওপর ভিত্তি করে সঞ্জয় লীলা বনশালী নিয়ে এলেন শাহরুখ-ঐশ্বর্য-মাধুরীর 'দেবদাস'। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পায় এই ছবি। ঝড় ওঠে সিনে দুনিয়ায়। প্রেম-গর্ব-বিরহের মিশেল এক অন্য মাত্রা পায়। প্রসঙ্গত, এটি 'দেবদাস' উপন্যাস থেকে প্রথম হিন্দিতে তৈরি হওয়া সংস্করণ। ছবিতে দেবদাসের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যায়। তাঁর প্রেমিকা পার্বতীর চরিত্রে ঐশ্বর্য রাই (Aishwarya Rai) ও চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) দেখা যায়। তিন জনের পর্দায় রসায়ন একেবারে নিখুঁত ছিল। সেই সময়েই অন্যতম ব্লকবাস্টার হয় এই ছবি এবং পাঁচটা জাতীয় পুরস্কার জেতে।
বিয়ে সারতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল?
সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ জামওয়ালের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, লন্ডনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিদ্যুৎ ও নন্দিতা। তবে গোটা বিষয়টিই হচ্ছে গোপনে। এমনকী তাঁদের বাগদান পর্বও হয়েছিল একেবারে গোপনে, নিঃশব্দে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার আগে কেউ তাঁর বাগদানের বিষয়ে টেরও পায়নি। শোনা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন বিদ্যুৎ জামওয়াল।
আরও পড়ুন: Koffee with Karan: বিজয় দেবেরাকোন্ডাকে 'ডেট' করতে চান সারা আলি খান? উত্তর দিলেন অভিনেতা
'সলমনকে ক্ষমা করা যাবে না'!
দিল্লি পুলিশের বিশেষ সেল (Delhi Police Special Cell) ১০ জুলাই জানিয়ে যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সতর্ক করেছে, তার দল এবং তিনি কৃষ্ণসার হরিণ (blackbuck) হত্যার জন্য সলমন খানকে কখনওই ক্ষমা করবে না। দিল্লি পুলিশের ওই বিশেষ সেল আরও বলেছে যে বিষ্ণোইয়ের তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সলমনের প্রতি তাঁদের ক্ষোভ কমতে পারে যদি অভিনেতা জনসমক্ষে ক্ষমা চান তাহলেই, বার্তা লরেন্স বিষ্ণোইয়ের।