এক্সপ্লোর

Top Entertainment News Today: সরকারি পদ থেকে ইস্তফা মিমির, কেন্দ্রের নয়া নাট্য নির্দেশিকা নিয়ে বিতর্ক, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: দেবের (Dev) পর এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ইস্তফা দিলেন গুরুত্বপূর্ণ পদ থেকে। মোদির গুণগান না করলে অনুদান বন্ধ? কেন্দ্রের নাট্য নির্দেশিকা নিয়ে বিতর্ক (National School Of Drama)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন

উত্তর কলকাতায় শ্যুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিংবদন্তি অভিনেতাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায়। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল নিরূপাদেবীর। সুস্থ হয়ে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তবে তার মাঝেই সৌরভ-স্নেহাশিসের মা নিরূপাদেবীকে দেখে এলেন মিঠুন। মাকে দেখতে গিয়েই অসুস্থ মিঠুনের সঙ্গে দেখা করে এসেছিলেন সৌরভ। জানিয়েছিলেন, আগের চেয়ে ভাল আছেন অভিনেতা। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এবার সৌরভের মায়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সৌজন্যের উদাহরণ তৈরি করলেন মিঠুন।

গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

দেবের পথেই মিমি? ভাঙড়ের দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে এবার ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের পর, দেবকে ঘিরে তৈরি হওয়া বিস্তর জল্পনায় আপাতত দাঁড়ি পড়েছে। শেষমেশ ফের লোকসভা ভোটের লড়ার ইঙ্গিত দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। আর এই প্রেক্ষাপটেই নতুন করে জল্পনা উস্কে দিলেন, তৃণমূলের আরেক সাংসদ মিমি চক্রবর্তী। দেবকে নিয়ে এই টানটান চিত্রনাট্যের মধ্যেই, একটি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মিমি কী ভেবে দিলেন ইস্তফা ? তা অবশ্য এখনও পরিষ্কার নয়। 

অবশেষে সন্দেশখালি নিয়ে মুখ খুললেন সাংসদ নুসরত

তিনি বসিরহাটের সাংসদ। তাঁর সংসদীয় এলাকাতেই সন্দেশখালি, যা এখন কার্যত অশান্তির কেন্দ্রস্থল। সেখান থেকে উঠে আসছে নারী নির্যাতনের অভিযোগ। সন্দেশখালিতে এখনও জ্বলছে ক্ষোভের আগুন। কিন্তু এসব দিনে এতদিন একটিও শব্দ খরচ করেননি তিনি। তাঁর নীরবতা ঘিরে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কোথায় বসিরহাটের সাংসদ? কোথায় নুসরত জাহান? তিনি রাজ্যেই আছেন, আছেন সোশ্যাল মিডিয়ায়। বলা ভাল প্রবলভাবেই আছেন। ভ্যালেন্টাইন্স সপ্তাহ জুড়ে নজর কেড়েছে তাঁর প্রেমঘন পোস্ট ও রিল। কিন্তু সন্দেশখালি নিয়ে বহুদিন কোনও কথাই বলেননি তিনি। অবশেষে খুললেন মুখ। দিয়েছেন বিশেষ বার্তা। বলেছেন, 'এই সঙ্কটময় সময়ে, আসুন আমরা অন্যকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকি এবং পরিবর্তে প্রশাসনকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হই। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। পরিস্থিতি নিয়ে রাজনীতি করা এড়িয়ে চলুন, এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। আমার ভূমিকা হল আগুন নিভিয়ে ফেলা, আগুনে ঘি ঢালা নয়। আসুন প্রশাসনকে সহযোগিতা করি এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ দিই।' 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে একাধিক ধারাবাহিকে 'লভ কাল পরশু' উদযাপন

প্রেমের মরশুম। চারিদিকে ভালবাসার ছড়াছড়ি। শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহও। আর সেই সঙ্গে তাল মিলিয়ে কালার্স বাংলাও (Colors Bangla) তৈরি 'ভ্যালেন্টাইন্স সপ্তাহ' পালন করতে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যানেলের একাধিক ধারাবাহিকে চলছে 'লভ কাল পরশু' (Love Kal Porshu) সপ্তাহ। অপ্রত্যাশিত স্থানে প্রেমের বিচ্ছুরণ, রোম্যান্সের ছোঁয়া হৃদয়ে। কালার্স বাংলার 'ফেরারি মন', 'টুম্পা অটোওয়ালি', 'রাম কৃষ্ণা' ও 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে ভালবাসার মরশুম।

কেন্দ্রের নাট্য নির্দেশিকা নিয়ে বিতর্ক

কেন্দ্রীয় সরকারের নাটক নির্দেশিকা নিয়ে বিতর্ক। রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত নাট্যদলগুলির কাছে নির্দেশিকা সম্বলিত চিঠি এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে ওই চিঠি পাঠিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নির্দিষ্ট বিষয় চিহ্নিত করে নাট্যোৎসবের জন্য নাটক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। বাধ্যতামূলক ভাবে ওই বিষয়বস্তুর উপর নির্ভর করেই নাটক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি লেখেন, 'লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলিকে প্রধানমন্ত্রীর মহিমাবাচক, গুণকীর্তন করার একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছে, সর্বত্র সেটি মঞ্চস্থ করতে হবে। ওই নাটক মঞ্চস্থ না করলে কেন্দ্রের পাঠানো অনুদান এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।' (NSD Theatre Guidelines)

প্রাক্তন নৌসেনা আধিকারিকদের মুক্তির নেপথ্যে কি শাহরুখ?

সম্প্রতি বলিউডের তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) টিমের তরফে একটি বিবৃতি জারি (Clarification Statement) করা হয়েছে যেখানে কাতার (Qatar) থেকে নৌসেনা আধিকারিকদের (Naval Officers) মুক্তিতে তাঁর সাহায্যের প্রসঙ্গে পরিষ্কার করে জানানো হয়েছে। মঙ্গলবার কিং খানের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) একটি বিবৃতি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে স্পষ্ট লেখা আছে, শাহরুখ খানের টিম কাতার থেকে নৌবাহিনীর প্রাক্তন আধিকারিকদের মুক্তির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে এবং এই দাবি "ভিত্তিহীন" (“unfounded”) বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: Tathagata Mukherjee Exclusive: 'এটা আমার ব্যক্তিগত প্রতিশোধের সিনেমা', খোলামেলা আলোচনায় 'পারিয়া' পরিচালক তথাগত মুখোপাধ্যায়

সোহিনীর স্যুইডেন সফরের সঙ্গী শোভন?

টলিউডে সোহিনী সরকার (Sohini Sarkar) ও শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) প্রেম নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েক মাস ধরেই। নিজেদের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বা গায়ক, কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে একাধিক সময় একাধিক স্থানে একসঙ্গে দেখা গিয়েছে। তা বন্ধুর জন্মদিনে একসঙ্গে পার্টি করাই হোক বা বন্ধুর বিয়েতে শাড়ি-পাঞ্জাবি পরে একসঙ্গে ছবি তোলা। ফলে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি। এছাড়া দুই শিল্পীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এক ধরনের ছবিও রয়েছে। সম্প্রতি তাঁদের দুজনের প্রোফাইলেই দেখা যাচ্ছে বরফ ঘেরা ছবি। সোহিনী উল্লেখ করেছেন তিনি স্যুইডেনে রয়েছেন। তবে শোভন কোনও জায়গার নাম না লিখলেও বরফে ঘেরা ঠান্ডার দেশে রয়েছেন সেটা পরিষ্কার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Advertisement
ABP Premium

ভিডিও

UP News: রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর, প্রতিবাদে গণ ইস্তফা ২৫০ চিকিৎসকেরRG Kar News: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVEHoy Ma Noy Bouma: নতুন সিরিয়ালের সফরের মাঝেই একান্ত আড্ডায় মুখোমুখি হলেন অ্যানমেরি আর সিদ্ধার্থ।Jeet Ganguly: জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Fake SBI Branch: প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
Fruits: খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
Asteroids Collision: আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
Kangana Ranaut: গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
Embed widget