Top Entertainment News Today: 'এমার্জেন্সি' মুক্তির তারিখ ঘোষণা, প্রকাশ্যে 'তরলা'র ট্রেলার, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
![Top Entertainment News Today: 'এমার্জেন্সি' মুক্তির তারিখ ঘোষণা, প্রকাশ্যে 'তরলা'র ট্রেলার, বিনোদনের সারাদিন get to know top entertainment news for the day 24 June which you can t miss know in details Top Entertainment News Today: 'এমার্জেন্সি' মুক্তির তারিখ ঘোষণা, প্রকাশ্যে 'তরলা'র ট্রেলার, বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/d0c03fcc443fe42193e7c1ded76386971687632013302229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঘোষণা করা হল কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' ছবির মুক্তির তারিখ। ওটিটিতে মুক্তি পাবে 'তরলা', প্রকাশ্যে ট্রেলার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'এমার্জেন্সি'র মুক্তির তারিখ ঘোষণা
কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' ছবির প্রথম লুক তোলপাড় করেছিল সোশ্যাল মিডিয়া। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর লুকে কঙ্গনাকে দেখে একপ্রকার চমকে উঠেছিলেন সকলেই। এবার কঙ্গনা ফিরলেন ছবি সম্পর্কে ফের নতুন ঘোষণা নিয়ে। পোস্ট করলেন টিজার ভিডিও। কঙ্গনা রানাউত পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ নভেম্বর। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার ৪৮ বছরের পূর্তির দিনই এই ঘোষণা করা হল।
প্রকাশ্যে 'তরলা' ছবির ট্রেলার
বিখ্যাত শেফ তরলা দালালের (chef Tarla Dalal) জীবনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে ছবি 'তরলা' (Tarla)। বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে এই ছবি। হুমা কুরেশি (Huma Qureshi) ও শরিব হাশমি (Sharib Hashmi) অভিনীত ছবির ট্রেলার পেল মুক্তি ('Tarla' Trailer Out)। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির ট্রেলার পোস্ট করলেন অভিনেত্রী হুমা কুরেশি। ক্যাপশনে লেখেন, 'এসে গেছে!!! জীবনে কিছু করে দেখানোর বিশেষ রেসিপি আপনারও নোট করে নিন। ট্রেলার প্রকাশ্যে।' ৭ জুলাই থেকে এই ছবি স্ট্রিম হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন হুমা কুরেশি।
ইনকিউবেটরে রয়েছে সদ্যোজাত, প্রার্থনা করার অনুরোধ অনুরাগীদের কাছে
২১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। প্রিম্যাচিওর বেবি হয়েছে তাঁদের। সন্তান জন্মের খুশির খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কাজে ফিরতে চলেছেন শোয়েব। সম্প্রতি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে দীপিকা একেবারে সুস্থ রয়েছেন। কিন্তু তাঁদের সদ্যোজাতকে রাখা হয়েছে ইনকিউবেটরে। অনুরাগীদের কাছে অনুরোধ করেন অভিনেতা, তাঁরা যেন সদ্যোজাতের জন্য প্রার্থনা করেন।
বিচ্ছেদের জল্পনার মাঝে ফের শিরোনামে বিজয়-রশ্মিকা
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একসঙ্গে ডিনার সারছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দান্না। বিচ্ছেদের জল্পনার মাঝে এই ভিডিও ফের উস্কে দিয়েছে জল্পনা। একটি ভিডিও শেয়ার করা হয় এক ফ্যানপেজ থেকে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক রেস্তোরাঁয় একসঙ্গে খেতে গেছেন রশ্মিকা ও বিজয়। সেই সঙ্গে রয়েছেন তাঁদের একাধিক বন্ধুবান্ধবও। প্রসঙ্গত, এই ভিডিও এমন সময় ভাইরাল হয়েছে যখন ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। বিজয়ের ভাই আনন্দকেও দেখা গেল দলে।
আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার
লন্ডনে সময় কাটাচ্ছেন কপূর বোনেরা
বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor) ও তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja) থাকেন লন্ডনে, তাঁদের পুত্র সন্তান বায়ুকে নিয়ে। দিন কয়েক আগে সেখানেই নিজের জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। পোস্ট করেন দুর্দান্ত কিছু ছবি। এর কয়েক সপ্তাহ পর, লন্ডনে সোনমের সঙ্গে যোগ দিলেন তাঁর বোন রিয়া কপূর (Rhea Kapoor) ও খুড়তুতো বোন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। লন্ডনে সোনম কপূরের সঙ্গে সময় কাটাতে হাজির রিয়া কপূর ও জাহ্নবী কপূর। একসঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। শনিবার তাঁদের 'লন্ডন ডাইরিজ' থেকে বেশ কিছু মজার মুহূর্ত পোস্ট করলেন রিয়া কপূর। সঙ্গে সুস্বাদু খাবার, দুর্দান্ত জায়গা, সবই পড়ল নজরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)