Top Enertainment News Today: সংবাদ মাধ্যমকে কটাক্ষ কর্ণের, 'টনিক'-এর মুখে 'কাকা'র প্রশংসা, এক ঝলকে বিনোদনের সেরা খবর
Top Enertainment News Today: পরিচালক কর্ণ জোহর ও তাঁর পরিবার করোনা-নেগেটিভ। রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের এক মাস পূর্তি। নতুন চিত্র পরিচালকদের জন্য দারুণ সুযোগ আনছে 'মাই সিনেমাহল' নাম সংস্থা।
কলকাতা: বলিউডের জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'আইফা অ্যাওয়ার্ডস'-এর দিনক্ষণ ও সঞ্চালকের নাম ঘোষণা করলেন উদ্যোক্তারা। অন্যদিকে নতুন চিত্র পরিচালকদের প্রতিভা প্রদর্শনের প্ল্যাটফর্ম আনছে 'মাই সিনেমাহল'। এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে বিনোদনের কোন খবরগুলো নজর কাড়ল।
অঙ্কিতা-ভিকির চার হাত এক
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন (Ankita Lokhande and Vicky Jain Wedding)। ১৪ ডিসেম্বর, মঙ্গলবার মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচতারা হোটেল গাঁটছড়া বাঁধলেন ভিকি-অঙ্কিতা। বিয়ের জন্য সোনালী লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা, সঙ্গে ছিল মানানসই ভারী গয়না। তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিকি জৈন পরেছিলেন সাদা ও সোনালী শেরওয়ানি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন সেই সমস্ত চোখ ধাঁধানো ছবি।
'আইফা অ্যাওয়ার্ডস ২০২১' কবে, কোথায়, কখন?
আগামী বছর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (IIFA Awards)। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছর আবু ধাবির ইয়াস আইল্যান্ডের এটিহাড অ্যারেনায় (Etihad Arena on Yas Island, Abu Dhabi) অনুষ্ঠিত হবে। তারিখ ১৯ মার্চ, ২০২২। 'আইফা অ্যাওয়ার্ডস'-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়।
ফটোশ্যুটে ক্যাটরিনার 'বিশেষ' শাড়ি
৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় চার হাত এক হয় ভিকি-ক্যাটরিনার। বিয়ের পর শেয়ার করেছেন প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের ছবিও। সেখানেই গোলাপ ফুলের কাজ করা শাড়িতে মোহময়ী হয়ে উঠতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। সেই শাড়ির বিশেষত্ব জানান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এই শাড়িতে ক্যাটরিনা কাইফ তাঁর মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে সম্মান প্রদান করেছেন। শাড়ি তৈরিতে ৭৫ দিন সময় লেগেছে। বাংলার ৪০ জন মহিলা কারিগর প্রায় আঠেরোশো ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে এই শাড়ি প্রস্তুত করেছেন।
মিস ইউনিভার্সের 'মুকুট কাহিনি'
এই মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই মূল্য হয়ে দাঁড়ায় ৩৭ কোটি ৮৭ লক্ষ ৯০ হাজার অর্থাৎ ৩৭ কোটিরও বেশি। সূত্রের খবর, এটিই এখন বিশ্বের সর্বোচ্চ দামী মুকুট। হরনাজের মাথায় ওঠা ওই মুকুটে ১৮ ক্যারাট সোনা, ১৭৭০টি হিরে এবং মাঝখানে শিল্ড-কাট গোল্ডেন ক্যানারি ডায়মন্ড রয়েছে যার ওজন ৬২.৮৩ ক্যারাট। মুকুটের মাঝের ডিজাইন পৃথিবীর ৭টি মহাদেশের প্রতীক। প্রকৃতি, ক্ষমতা, সৌন্দর্য্য, নারীত্ব ও একতা থেকে অনুপ্রাণিত হয়ে এই মুকুট তৈরি হয়।
দেখতে দেখতে এক মাস পার
সাত পাকে বাঁধা পড়ার ১ মাস পূর্তি। বিয়ের একটি ছবি পোস্ট করে রাজকুমার রাওকে শুভেচ্ছা জানালেন পত্রলেখা পাল (Rajkummar Rao and Patralekhaa)। আজ থেকে ঠিক এক মাস আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে চার হাত এক হয়েছিল বলিউডের তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা পালের। ১১ বছরের সম্পর্ককে চিরকালীন বন্ধনে বাঁধেন দুজনে। আজ সেই বিশেষ দিনের প্রথম মাস পূর্তি।
'অ্যাটাক' টিজার মুক্তি
মুক্তি পেল অভিনেতা জন আব্রাহামের আগামী ছবি 'অ্যাটাক'-এর (John Abraham Starrer Attack) টিজার। লক্ষ্য রাজ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করেন জন আব্রাহাম। নিজের কু হ্যান্ডলে টিজার পোস্ট করেন ফিল্ম সমালোচক তরণ আদর্শও (Taran Adarsh)। জন আব্রাহাম এদিন ক্যাপশনে লেখেন, 'ভারতের প্রথম সুপার-সোলজার ছবির জন্য তৈরি থাকুন। প্রকাশ্যে টিজার। ছবি মুক্তি পাচ্ছে ২৮ জানুয়ারি।'
'কাকা'র প্রশংসায় পঞ্চমুখ
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অভিজিৎ সেন পরিচালিত ও দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'টনিক' (Tonic)। ছবি মুক্তির তারিখ যত এগোচ্ছে, ততই মজার মজার ভিডিও পোস্ট করছেন দেব। ছবিতে একাধিক দুঃসাহসিক সিনের ঝলক দেখতে পাওয়া গেছে ট্রেলারে। একাধিক ভিডিও পোস্ট করে দেব দর্শকদের জানিয়েছেন যে এই সমস্ত স্টান্ট কারও সাহায্য ছাড়াই করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী চালিয়েছেন সাইকেলও। অবশ্য ৭০ বছর বয়সেও অনায়াসে যিনি রিভার র্যাফ্টিং করে ফেলতে পারেন, সাইকেল চালানো তাঁর কাছে এমন কী কঠিন ব্যাপার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও পোস্ট করেন দেব।
আরও পড়ুন: Mimi Chakraborty: 'আমারো পরাণ যাহা চায়, তুমি তাই', কার জন্য গান গাইলেন মিমি?
সুবর্ণ সুযোগ
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের অনুপ্রাণিত করার জন্য 'মাই সিনেমাহল' (my CinemaHall) আয়োজন করল ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব 'মাই সিনেমা গ্লোবাল চলচ্চিত্র উৎসব' (My Cinema Global Film Festival)। এই নিয়ে দ্বিতীয়বার জন্য ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছে 'মাই সিনেমাহল' এবং এইবার তাঁদের ব্যাপ্তি আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্র পর্যন্ত। এই অনলাইন চলচ্চিত্র উৎসবে সমস্ত সিনেমা দেখানো হবে 'মাই সিনেমাহল'-এর পাইরেসি সুরক্ষিত অনলাইন মাধ্যমেই।
কর্ণের কটাক্ষ
'ওমিক্রন আতঙ্ক' চলাকালীন বাড়িতে পার্টির আয়োজন করেন কর্ণ। সেই পার্টিতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী করিনা কপূর খান ও অমৃতা অরোরা। এই দুই অভিনেত্রী আবার করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে কর্ণের বাড়িতেই করোনা সংক্রমণ হয়েছে দুই তারকা অভিনেত্রীর। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে পরিচালক কর্ণ জোহর (Karan Johar) জানান তাঁর পরিবারের কেউ করোনা আক্রান্ত হননি। সকলের মতামত খারিজ করে তিনি বলেন, 'তাঁর বাড়ি কোভিড হটস্পট নয়'।
আরিয়ানের স্বস্তি
মাদক মামলায় আরিয়ানের স্বস্তি। জামিন পাওয়ার পর থেকেই শর্ত অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিচ্ছিলেন শাহরুখ খান(Shahrukh Khan) তনয় আরিয়ান(Aryan Khan)। সম্প্রতি গত সপ্তাহেই আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আবেদনে জানানো হয়, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। সেই আবেদন রেখেছে বম্বে আদালত।
আরও পড়ুন: Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় পজিটিভিটি ছড়াচ্ছেন নুসরত জাহান, পোস্ট করলেন ছবি
কবে বাজছে বিয়ের সানাই?
বলিউডে গুঞ্জন বিয়ে করতে চলেছেন বলিউডের লভবার্ডস আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। সম্প্রতি জানা গিয়েছে, চলতি বছর নয়, ২০২২-এ বিয়ে করতে চলেছেন তাঁরা। তবে, বলিউডের অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও পরিকল্পনা নেই আলিয়া-রণবীরের। বরং তাঁরা মুম্বইতেই বিয়ে করবেন। এর কারণ হিসেবে জানা গিয়েছে, আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের পরিবারের বর্ষীয়াণ সদস্যদের উপস্থিতির জন্য তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারকা জুটি নিজেরা কিছু বলেননি এই বিষয়ে।