Top Enertainment News Today: করোনা আক্রান্ত ঋতুপর্ণা-অরিজিৎ, ফের বিতর্কে জ্য়াকলিন, দেখুন বিনোদনে আজকের সেরা খবর
বিনোদনের দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
কলকাতা: আজও নতুন করে করোনা আক্রান্ত টলিউডের একাধিক তারকা। করোনা আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কেবল টলিউড নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন অরিজিৎ সিংহ, মধুর ভাণ্ডারকরও। অন্যদিকে আজ ছিল নুসরত জাহানের জন্মদিন। মা হওয়ার পর প্রথম জন্মদিন কেমন করে কাটালেন নুসরত? বিনোদনের দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত
এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। আবারও করোনা সংক্রমিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানা গিয়েছে, সম্প্রতি দার্জিলিংয়ে (Darjeeling) পরিচালক অতনু বসুর ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন তিনি। সঙ্গে তাঁর স্বামী সঞ্জয় -সহ গিয়েছিলেন পরিবারের অন্যান্যরাও। ফিরে এসেই শরীর খারাপ হয়েছিল সকলের। এরপর করোনা সন্দেহে আরটিপিসিআর করানো হয়। রিপোর্ট এলে দেখা যায় অভিনেত্রী-সহ পরিবারের সকলেই করোনা সংক্রমিত হয়েছেন।
তাপসী পান্নুর 'লুপ লপেটা' মুক্তি
গত বছরে তাপসী পান্নুর (Taapsee Pannu) বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয় দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচকের প্রশংসা আদায় করে নিয়েছেন। দর্শকের কাছে কখনও হাজির হয়েছেন অ্যাথলিট রূপে। আবার আসছে তাঁর ছবি। সদ্যই ঘোষণা হয়েছে তাপসী পান্নুর আগামী ছবি 'লুপ লপেটা'র (Looop Lapeta) মুক্তির দিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লুপ লপেটা'র পোস্টার শেয়ার করে মুক্তির দিন জানালেন অভিনেত্রী। পরিচালক আকাশ ভাটিয়ার ছবি 'লুপ লপেটা'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু এবং তাহির রাজ ভাসিন। ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিসিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে 'লুপ লপেটা'।
আরও পড়ুন: বাবার শেষকৃত্যে যেতে পারলেন না সুরকার বিশাল দাদলানি
করোনার কবলে সস্ত্রীক অরিজিৎ
করোনা আক্রান্ত অরিজিৎ সিংহ (Arijit Singh)। কেবল গায়ক নয়, আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংক্রমণের কথা নিজেই জানালেন সঙ্গীতশিল্পী। সেইসঙ্গে জানালেন, তিনি ও তাঁর স্ত্রী সম্পূর্ণ সুস্থবোধ করছেন কিন্তু নিজেদের নিভৃতবাসে রেখেছেন তাঁরা।
পিছিয়ে গেল 'ডাঃ বক্সী' শ্যুটিং
করোনা আক্রান্ত ছবির তিন নায়ক নায়িকাই। পিছিয়ে দিতে হচ্ছে নতুন ছবি 'ডাঃ বক্সী'-র শ্যুটিং, জানালেন পরিচালক সপ্তাশ্ব বসু। নতুন ছবি 'ডাঃ বক্সী'-র প্রধান তিন চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। করোনা তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন এই তিন অভিনেতা অভিনেত্রীই । আপাতত আইসোলেশনে রয়েছেন সবাই। করোনার তৃতীয় ঢেউয়ে কার্যত বেহাল টলিউড। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। একদিনেই আক্রান্ত হয়ে পড়ছেন একাধিক তারকারা। এই পরিস্থিতিতে ব্যহত হয়েছে একাধিক ছবির শ্যুটিংও। জানুয়ারির মাঝামাঝি শ্যুটিং শেষ হওয়ার কথা ছিল সপ্তাশ্ব বসুর (Saptaswa Basu) নতুন ছবি 'ডাঃ বক্সী'-র। পরিচালক বলছেন, 'জানুয়ারির মাঝামাঝি আর ৫-৬ দিনের আউটডোর শ্যুটিং বাকি ছিল পাহাড়ে। কিন্তু এখন আমার ছবির তিন নায়ক নায়িকাই করোনা আক্রান্ত। আইসোলেশনে রয়েছেন সবাই। তাই মনে হচ্ছে না নির্ধারিত দিনে শ্যুটিং শুরু করতে পারব। ফেব্রুয়ারি পর্যন্ত শ্যুটিং পিছোতে হতে পারে। ওই শ্যুটিংটা শেষ হয়ে গেলেই গোটা ছবির শ্যুটিং শেষ হয়ে যাবে।'
ফের বিতর্কে জ্যাকলিন
নাম জড়িয়েছে আর্থিক প্রতারনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে। নেট দুনিয়ায় রোজই ভাইরাল হচ্ছে ব্যক্তিগত মুহূর্তের ছবি। বিতর্কে জর্জরিত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবার বিশেষ আবেদন করলেন নেটিজেনদের উদ্দেশে। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। দুশো কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা চলছে তার বিরুদ্ধে। এছাড়াও আরও বিভিন্ন প্রতারণার মামলায় অভিযুক্ত সে। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কী সম্পর্ক? কেনই বা বহু মূল্যের বিভিন্ন উপহার সে পাঠাত 'রয়' অভিনেত্রীকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েকবার ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে জ্যাকলিনকে। জ্যাকলিনও তদন্তের সাহায্যে হাজিরা দিয়েছেন ইডির দফতরে। চলেছে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মামলা এখনও চলছে। তারইমাঝে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে সুকেশ এবং জ্যাকলিনের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি। ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে অভিযুক্ত সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর এর ফলে প্রশ্ন আরও মাথাচাড়া দিচ্ছে। সব মিলিয়ে বিতর্কে জর্জরিত জ্যাকলিন। তার উপর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা। জানা গিয়েছে স্ট্রোক হয়েছে তাঁর। তাই গত কিছুদিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রীর। তাই এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উদ্দেশে বিশেষ আবেদন করলেন জ্যাকলিন।
সংক্রমিত মধুর ভাণ্ডারকর
করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমিতের হার রোজ ক্রমশ বাড়ছে। আক্রান্ত (Covid Positive) হচ্ছেন বহু মানুষ। বাদ যাচ্ছেন না তারকারাও। টিকাকরণ (Covid Vaccine) হয়ে যাওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। দিল্লি এবং মহারাষ্ট্রে প্রতিদিন প্রচুর মাত্রায় করোনা সংক্রমিতের সন্ধান মিলছে। জানা যাচ্ছে এমনটাই। আক্রান্তদের মধ্যে রয়েছেন বহু তারকা। এবার সেই করোনা (Covid19) আক্রান্ত তারকাদের তালিকায় নাম লেখালেন জনপ্রিয় পরিচালক মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar)। সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়ার পরও তিনি করোনা আক্রান্ত হলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন 'ফ্যাশন' পরিচালক (Madhur Bhandarkar Covid Positive)।
বিশাল দাদলানির পিতৃবিয়োগ
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সুরকার বিশাল দাদলানি (Vishal Dadlani)। মাত্র একদিন আগেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে করোনা টেস্ট কিটের ছবি শেয়ার করে বিশাল দাদলানি লেখেন, 'গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য। দুঃখের সঙ্গে জানাচ্ছি, সমস্ত সতর্কতা অবলম্বন করার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি মাস্ক ছাড়া কারও সঙ্গে দেখা করিনি। না স্যানিটাইজার ছাড়া কাউকে স্পর্শ করেছি। আমার খুবই কম উপসর্গ রয়েছে। তারপরও বেশ কিছু সমস্যা রয়েছে। প্রত্যেকে সতর্ক থাকুন।' করোনা আক্রান্ত জানানোর একদিনের মধ্যেই বাবাকে হারালেন সুরকার। বাবার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক পোস্ট করেছেন বিশাল দাদলানি।