Top Entertainment News Today: নুসরতের আইটেম গান, বিবেকের নতুন ছবির ঘোষণা, আজকের সেরা বিনোদনের খবর এক ঝলকে
এখনও আইসিইউতে রয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নতুন ছবির ঘোষণা করলেন বিবেক ওবেরয়। বিনোদনের জগতে সারাদিন কী হল দেখে নেওয়া যাক এক ঝলকে সেরা খবরগুলি।
কলকাতা: টলিউডে করোনা মুক্ত হলেন বেশ কয়েকজন শিল্পী। আবার অন্যদিকে এখনও আইসিইউতে রয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নতুন ছবির ঘোষণা করলেন বিবেক ওবেরয়। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল দেখে নেওয়া যাক এক ঝলকে সেরা খবরগুলি।
করোনামুক্ত ইমন চক্রবর্তী-
করোনামুক্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই 'সুখবর' জানালেন তিনি। সেইসঙ্গে পোস্ট করা ছবিতে সাবেকি সাজে তাক লাগালেন সঙ্গীতশিল্পী। গত ৯ তারিখ সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ইমন। ৬ দিনের মাথায় সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলছে, 'অবশেষে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এল।' সঙ্গে পোস্ট করা ছবিতে ইমনের মাথায় দেখা মিলল একগুচ্ছ লাল গোলাপের। পরণে হালকা সবুজ ভারি পাড়ের শাড়ি আর লাল বেনারসী ব্লাউজ। হাতে শাখা-পলা, সিঁথি ভরা সিঁদুর, কপালের লাল টিপ যেন পূর্ণতা দিয়েছে ইমনের সাজকে।
করোনামুক্তি ঋদ্ধি সেন-
নিভৃতবাস শেষ ঋদ্ধি সেনের (Riddhi Sen)। করোনামুক্ত হয়েছেন তিনি। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের (Surangana Bandyopadhyay) সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে ঋদ্ধি সেন লিখলেন, 'আনকোয়ারেন্টিনড'। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই জুটির ছবি মন কাড়ল নেটিজেনদের। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অভিনেতা ঋদ্ধি। সেখানে দেখা যায়, হাসিমুখে ঘরে বসে রয়েছেন ঋদ্ধি। আর কালো পোশাকে তাঁর হাতে হাত দিয়ে বসেছেন সুরঙ্গনা। উজ্জ্বল হাসি তাঁর মুখে। ছবিটি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, 'আনকোয়ারেন্টিনড। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ যেটা আমায় সত্যি সত্যি ইতিবাচকতা এনে দিয়েছে। ছবিটি তিনি ট্যাগ করেছেন সুরঙ্গনাকেও। ছবির ফটো কার্টেসি দেওয়া নিয়ে বন্ধুদের মধ্যে খুনসুটি চলেছে কমেন্টবক্সে। প্রথমে না লিখলেন পরে ঋদ্ধি যোগ করেন, ছবিটি তুলেছেন সোহিনী গুপ্ত।
বাংলাদেশের আইটেম গানে নুসরত হাজান-
বাংলাদেশের আইটেম গানে নুসরত জাহান! শুক্রবার সন্ধেয় পোস্ট করা নুসরত জাহানের (Nusrat Jahan) ইনস্টাগ্রাম ভিডিও অন্তত তাই বলছে। কখনও ময়ূরের পালকের পোশাক আবার কখনও উজ্জ্বল রানি রঙের পোশাকে, নাচের তালে ঝড় তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছোট্ট সেই ভিডিওর ঝলকে শোনা গেল গানের কলিও.. 'নাচ ময়ূরী নাচ' (NAACH MOYURI NAACH)। শুক্রবার সন্ধেয় নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিওর ঝলক পোস্ট করেন নায়িকা। সেখানে দেখা যায়, কখনও ময়ূরের পালকের পোশাকে সেজে নজর কাড়ছেন নুসরত। কখনও আবার তাঁর পরণে রানি রঙের মুক্তোর কাজ করা পোশাক। তাঁর দেখা মিলল রুপোলি পাশ্চাত্য গাউনেও। খোলা চুল আর গোলাপি ঠোঁটে তারকাদ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। ক্যাপশানে দিয়েছেন ছোটখাটো তথ্যও। গানের কথায়, সুরে তাপস। কণ্ঠে লুইপা। প্রযোজনায়, সাজ-বিন্যাসে ফরজানা মুন্নি। পরিচালনা করেছেন বাবা যাদব। গানের নাম, 'নাচ ময়ূরী নাচ'।
আরও পড়ুন - Bollywood Celebrity Update: সলমন খানের সঙ্গে সম্পর্ক কেমন? বিস্ফোরক আমির
সৌরভ-ত্বরিতার প্রথম বিবাহবার্ষিকী-
আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নেন তরুণ কুমারের নাতি। সেই ভিডিও জুড়ে অভিনেত্রী ত্বরিতার সঙ্গে তাঁর বিভিন্ন ছবির কোলাজ। তিনি লেখেন, 'আজকের দিনটার অনেক অনেক শুভেচ্ছা সোনাই। শুভ প্রথম বিবাহবার্ষিকী। তোমায় আমার স্ত্রী হিসেবে, বন্ধু হিসেবে আর পাশে পেয়ে আমি ধন্য। তোমায় খুব ভালোবাসি। সারা জীবন তোমার সঙ্গে এভাবেই সুখে কাটাতে চাই। ভালো থেকো, অনেক ভালোবাসা ত্বরিতা।'
ইনস্টাগ্রামে ফিরলেন রাজ কুন্দ্রা-
ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা। পর্নকাণ্ডের পর ফের ইনস্টাগ্রামে ফিরলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তবে ইনস্টাগ্রাম থেকে মুছে দিলেন সমস্ত ছবি ও ভিডিও। হামেশাই ইনস্টাগ্রামে স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে মজার ভিডিও ভাগ করে নিতেন রাজ। নেটিজেনরাও বেশ পছন্দ করতেন এইসব মজার ভিডিও। কিন্তু সেই সমস্ত ভিডিওই ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন রাজ। এমনকি তিনি তাঁর অ্যাকাউন্টিকেও প্রাইভেট করে দিয়েছেন। এখন কেবলমাত্র তাঁর ফলোয়ার্সরাই তাঁর পোস্ট দেখতে পাবে। আর নতুন করে তাঁর অ্যাকাউন্টের কার্যকলাপ দেখতে গেলে পাঠাতে হবে ফলো রিকোয়েস্ট।
নিজের ছবি আঁকা বিমানে প্রথমবার সফর সোনু সুদের-
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সোনু সুদ। সেখানে তিনি নেমে আসছেন নিজের ছবি আঁকা সেই বিমান থেকে। আর সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি বলছেন, 'অবশেষে সেই সুযোগ এল। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই বিমানে সফর করার জন্য। মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বই আসার দিনগুলো খুব মনে পড়ছে। এত ভালোবাসার ধন্য ধন্যবাদ। আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা-মা, তোমরা স্বর্গ থেকে আমায় যে রাস্তা দেখাচ্ছো আমি সেই রাস্তাতেই পথ চলছি। আমি কথা দিচ্ছি তোমাদের গর্বিত করব।' বিমানকর্মী থেকে শুরু করে যাত্রীদের সঙ্গেও এদিন ছবি তোলেন সোনু।
বিবেক ওবেরয়ের নতুন ছবি-
ভারতীয় সেনা দিবসে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী ছবির ঘোষণা বলিউড তারকা বিবেক ওবেরয়ের। আসন্ন প্রজাতন্ত্র দিবসে মুক্ত পাবে তাঁর নতুন ছবি 'ভার্সেস অফ ওয়ার'। এদিন নিজের মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নতুন ছবির ঘোষণা করে বিবেক ওবেরয় লেখেন, 'ভারতীয় সেনা দিবসে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 'ভার্সেস অফ ওয়ার' ছবির টিজার মুক্তি পেল। ছবি মুক্তি পাবে আসন্ন প্রজাতন্ত্র দিবসে। মুক্তি পাবে এইএপি মিডিয়াতে।'
শ্রাবন্তীর জীবনে নতুন বন্ধু-
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লালচে গোলাপি রঙের সালোয়ার কামিজ। কপালে এক চিলতে সিঁদুর। আর সঙ্গে নতুন বন্ধু। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই নতুন বন্ধু আর কেউ নন, একটি ছোট্ট ইঁদুর। তার গলায় চেন দিয়ে বাঁধা। দুহাতে তাকে ধরে রয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'হঠাৎই ছোট্ট মিষ্টি এই বন্ধুর সঙ্গে দেখা হল'। সঙ্গে লভ অ্যানিমলস বলে হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী। পশুপাখীদের প্রতি তাঁর ভালোবাসার কথা এই ছবিতে টের পাচ্ছেন নেট নাগরিকরা।
প্রতিবেশীর বিরুদ্ধে মামলা সলমন খানের-
জানা গিয়েছে, কেতন কক্কর নামে এক ব্যক্তি সলমন খানের পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী। ভাইজানের খামার বাড়ির কাছেরই একটি জমির মালিক ওই ব্যক্তি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানে সলমন খানের নামে অনেক মানহানিকরা কথা বলেন। এছাড়াও ওই সাক্ষাৎকারে ফেসবিক, টুইটার ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উল্লেখও করেছেন ওই ব্যক্তি। এমন ঘটনায় ভাইজানের আইনজীবীদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মানহানিকর মন্তব্যগুলি সরানোর কথা বলা হয়। কিন্তু কেতন কক্করের পক্ষ থেকে সেগুলি অস্বীকার করা হয়েছে বলে জানা যায়। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিনেতার আইনজীবীরা। অপরদিকে ওই ব্যক্তির আইনজীবীদের সময় দিয়ে মামলার শুনানি মুলতুবি রেখেছে আদালত।
এখনও আইসিএইতে লতা মঙ্গেশকর-
এদিন পিটিআইকে দেওয়া বিবৃতিতে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সমদানি বলেন যে, 'ওঁকে (লতা মঙ্গেশকর) এখনও আইসিইউতেই পর্যবেক্ষণের জন্য রাখা রয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে পরবর্তী সময়ের জন্য। ওঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে প্রার্থনা করুন। এখনও চিকিৎসা চলবে তাঁর।'